ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়েই তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজের শুভারম্ভ করেছে ভারত। রোহিত শর্মার সেঞ্চুরি ও কুলদীপ যাদবের হাফ ডজন উইকেটে ভর করে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে আট উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া।
কুলদীপ অনেকটা সদ্যসমাপ্ত টি-২০ সিরিজের প্রথম ম্যাচের কথাই মনে করালেন।ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।ট্রেন্ট ব্রিজে প্রথম ওয়ান-ডে ম্যাচে নিলেন ছ’টি। গড়লেন একাধিক রেকর্ড।
দেশের চায়নাম্য়ান বোলার প্রথম বাঁ-হাতি রিস্টস্পিনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ছ’উইকেট নেওয়ার নজির গড়লেন। এর আগে এমসিজি-তে অজি বাঁ-হাতি স্পিনার ব্র্যাড হজ ৩২ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। কুলদীপের আগে এটাই ছিল সেরা পারফরম্যান্স।
আরও পড়ুন: কেন কুলদীপকে ধমকালেন ধোনি!
ওয়ান-ডে ক্রিকেটের ইতিহাসে এটাই কোনও বাঁ-হাতি স্পিনারের সেরা বোলিং পরিসংখ্যান। এর আগে ভারতের মুরলী কার্তিক ২৭ রানে ছয় উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০০৭-এ মুম্বইতে ম্যাচটা হয়েছিল। ভারতীয়দের মধ্যে এখন কুলদীপের বোলিং ফিগার সেরা চারে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে কুলদীপের বোলিং সেরা হয়ে থাকল। যদিও বাংলাদেশের বিরুদ্ধে চার রান খরচ করে ছ উইকেট নেওয়ার নজির রয়েছে স্টুয়ার্ট বিনির। এখনও পর্যন্ত এটাই ভারতীয় বোলারদের মধ্যে সেরা পরিসংখ্যান।
এমনকি ট্রেন্ট ব্রিজে কুলদীপের এই ছয় উইকেটই স্পিনারদের মধ্যে সেরা। ২০০৪-এ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার কেনিয়ার বিরুদ্ধে পাকিস্তানের শহিদ আফ্রিদি ১১ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। কুলদীপ টপকে গেলেন আফ্রিদিকে। এমনকি শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীথরনকেও পিছনে ফেলে দিলেন কুলদীপ। ১৯৯৮-তে লর্ডসে ৩৪ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন মুরলী।