New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/messi-mbappe.jpeg)
মেসির সঙ্গে মুখোমুখি হওয়া রুখলেন এমবাপে
বিশ্বকাপ ফাইনালের পর থেকেই তাঁদের সম্পর্কের জল্পনায় ইতি নেই। লিওলেন মেসি, কিলিয়ান এমবাপে- দুজনের সম্পর্কের বাতাবরণ নিয়ে উত্তাল হয়েছে ফুটবল বিশ্ব। বিশ্বকাপ ফাইনালে চরম উত্তেজক ম্যাচে মেসির আর্জেন্টিনা পেনাল্টি শ্যুট আউটে বাজিমাত করে। ফাইনালে মেসির সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন রোনাল্ডোর সুপার-ফ্যান এমবাপে।
ফাইনালের পর বয়ে গিয়েছে অনেক জল। আর্জেন্টিনার বিজয় মিছিলে কিলিয়ান এমবাপেকে পুতুল বানিয়ে এমি মার্টিনেজ খিল্লি করলেও মেসি তা থামাতে উদ্যোগী হননি বলে অভিযোগ উঠেছিল। সেই সঙ্গে আর্জেন্টিনীয় ড্রেসিংরুমে এমবাপের নামে গান-ও গিয়েছিলেন মেসিরা।
আরও পড়ুন: এমবাপের পায়ের তলায় ফুটবল বিশ্ব! মেসির সঙ্গে দ্বৈরথের আবহেই খুল্লামখুল্লা মত জানালেন সৌরভ
এমন আবহে মেসির সঙ্গে এমবাপের পিএসজিতে রিইউনিয়ন কেমন হয়, সেদিকে দেখার অপেক্ষায় ছিল বিশ্ব। মঙ্গলবারই প্যারিসে পা দিয়েছেন মেসি। তবে এখনই অনুশীলনে মুখোমুখি হচ্ছেন না দুই তারকা। বিশ্বকাপের পর মেসিকে ১০ দিনের অতিরিক্ত ছুটি দিয়েছিল পিএসজি। সেই ছুটি কাটিয়ে প্যারিসে পা রেখেছেন মহাতারকা। মেসিকে একঝলক দেখার জন্য প্যারিস বিমানবন্দরের বাইরে হাজারো হাজারো পিএসজি সমর্থক হাজির হয়েছিলেন।
🏆 Lionel #Messi ya arribó a París 🇫🇷 para volver a @PSG_inside y fue recibido… ¡con fuegos artificiales! 💥 pic.twitter.com/LFiud6xIEK
— El Gráfico (@elgraficoweb) January 3, 2023
তবে লিগা ওয়ানে শেষ ম্যাচে লেন্সের বিরূদ্ধে হারের পর কিলিয়ান এমবাপে সহ সমস্ত স্কোয়াডকে একদিনের ছুটি দেওয়া হয়েছিল। ছুটি পেয়েই এমবাপে বন্ধু হাকিমির সঙ্গে উড়ে গিয়েছেন নিউইয়র্কে। এনবিএ ম্যাচ দেখতে। মেসিকে এড়িয়ে যেতেই কি নিউইয়র্কে পাড়ি দিয়েছেন তিনি! ইউরোপীয় প্রচারমাধ্যমে জল্পনায় শুরু হয়ে গিয়েছে।
Mbappé, de vacaciones en Nueva York, fue a ver NBA y de pronto...
"MUCHAAACHOOOO 🎵AHORA NOS VOLVIMO'A ILUSIONAAAAR🎶..."
😆😆
(📹: @RiverPlateBK) pic.twitter.com/cNlYVsFi7e— DEPORTV (@canaldeportv) January 3, 2023
পিএসজি পরের ম্যাচে খেলবে শুক্রবার। প্রতিপক্ষ ছাতেরউ। যাইহোক, আগের ম্যাচে কার্ড দেখে বাইরে থাকা নেইমার এবং মেসিকে ছাড়া খেলতে নেমে হার হজম করেছিল পিএসজি। লিগের দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে হার হজম করে বসেছিল পিএসজি। কিলিয়ান এমবাপে শোচনীয় ব্যর্থ হয়েছিলেন। সেই ম্যাচের ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর পিএসজির ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা একহাত নেন কিলিয়ান এমবাপেকে। জানিয়ে দিলেন, মেসি না খেলাতেই সহজ জয় পাওয়া সম্ভব হয়েছে তাঁদের।
আরও পড়ুন: মেসি না খেলাতেই PSG-কে হারাতে পারলাম! এমবাপের ঘায়ে নুন ছড়িয়ে বিষ্ফোরক আর্জেন্টিনীয় তারকা
আর্জেন্টিনীয় মেদিনা মেদিনা ম্যাচের পরেই জানিয়ে দিয়েছিলেন, “প্রতিপক্ষদের নিয়ে কথা বলা পছন্দ করি না। তবে ওঁরা দুনিয়ার সেরা তারকাকে মিস করেছে। আপনাদের কি সন্দেহ রয়েছে যে মেসিই সেরা? আপনারা তো অদ্ভুত কথা জিজ্ঞাসা করছেন! ওঁর খেলা আমরা সবাই উপভোগ করি।”
এমবাপের কাটা ঘায়ে নুন ছিটিয়ে মেদিনা আরও বলেন,মেসির সঙ্গে পিএসজি নেইমারের সার্ভিসও মিস করেছে। “ওঁরা নেইমারকেও মিস করেছে। তবে আমরা নিজেদের ওপর বেশি ফোকাস করেছিলাম। নিজেদের অস্ত্র সঠিকভাবে ব্যবহার করায় মন দিয়েছি আমরা। আমরা এভাবে খেলেই জয় ছিনিয়ে নিয়েছি।” বলেছিলেন মেদিনা।