Advertisment

বার্সায় মেসির যে কীর্তি, সেই রেকর্ড এবার PSG-তে এমবাপের! মহাতারকার সামনেই ইতিহাস ফরাসি সুপারস্টারের

পিএসজির হয়ে সেরার সেরা রেকর্ড আপাতত এমবাপের দখলে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এডিনসন কাভানিকে পেরিয়ে পিএসজি সর্বকালের শ্রেষ্ঠ গোলস্কোরার হয়ে গেলেন কিলিয়ান এমবাপে। আগেই কাভানিকে গোলের সংখ্যায় ছুঁয়ে ফেলেছিলেন ফরাসি সুপারস্টার। শনিবার ন্যান্টেসের বিরুদ্ধে গোল করে কাভানিকে পেরিয়ে গেলেন এমবাপে।

Advertisment

ম্যাচের সংযোজিত সময়ে প্রতিপক্ষের বক্সে বল পেয়েছিলেন এমবাপে। ঘাড়ের কাছে দুজন ন্যান্তেস ডিফেন্ডারকে সঙ্গে নিয়ে টার্ন নিয়ে গোলকিপার আলবান লাফোর্তেকে পরাস্ত করে বল জালে জড়াতেই ইতিহাস। এমবাপের।

আগামী সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে মুখোমুখি হচ্ছে পিএসজি বায়ার্ন। প্ৰথম লেগে ০-১ হেরে পিছিয়ে রয়েছে প্যারিসিয়ানরা। শনিবার রাতে ন্যান্তেস ম্যাচে প্ৰথম ১৭ মিনিটেই পিএসজি ২-০ এগিয়ে গিয়েছিল মেসি এবং জুয়েন হাদজানের আত্মঘাতী গোলের সৌজন্যে। ১২ মিনিটেই ফ্যাবিয়েন রুইজের ক্রস থেকে মেসি বাঁ পায়ের চমৎকার ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন। পাঁচ মিনিট পরেই আসে দ্বিতীয় গোল। নুনো মেন্ডেজের শট বাঁচিয়ে দিয়েছিলেন ন্যান্তেস গোলকিপার লাফোর্তে। তবে পুরোপুরি তিনি ক্লিয়ার করতে পারেননি। বল গিয়ে পড়ে হাজডেমের কাছে। নর্ডি মুকিয়েলেকে সামলাতে গিয়ে যিনি নিজেদের গোলেই বল ঢুকিয়ে দেন।

তবে বিরতির আগেই লুদোভিচ ব্লাস এবং ইগ্নাতিয়াস গানাগোর গোলে সমতা ফেরায় ন্যান্তেস।

২-২ হয়ে যাওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে পিএসজি আরও দু-গোল করে যায় দানিলো এবং শেষ লগ্নে এমবাপের গোলের সৌজন্যে। দ্বিতীয়ার্ধে এমবাপের শট থেকে ৩-২ করেন দানিলো। তারপর একদম শেষ মুহূর্তে এমবাপে বাঁ পায়ের শটে নিজের রেকর্ড ২০১তম গোল করে যান।

শনিবার জিতে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়ে গেল প্যারিসিয়ানরা। জিতলেও কোচ ক্রিস্টোফ গ্যালতিয়েরের চিন্তা বাড়িয়ে চোট পেলেন মুকিয়েলে এবং মার্কুইনহোস।

Read the full article in ENGLISH

PSG Kylian Mbappe
Advertisment