Advertisment

মেসির কাঁধেই এখন PSG-র সম্মান রক্ষার ভার! আসল সময়েই পাশে পাবেন না এমবাপেকে

সেরার সেরা সময়েই মেসির পাশে নেই এমবাপে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ফেব্রুয়ারির ১৫ তারিখে চ্যাম্পিয়ন্স লিগের ধুন্ধুমার ম্যাচে পিএসজি মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। সেই ম্যাচেই খেলতে পারবেন না এমবাপে। চোটের জন্য অনিশ্চয়তা রয়েছে নেইমারের খেলার ওপরেও। এমন অবস্থায় পিএসজির দূর্গ রক্ষার ভার আপাতত মেসির কাঁধেই। পিএসজির তরফে বৃহস্পতিবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় চোট পেয়ে আপাতত তিন সপ্তাহ মাঠের বাইরে এমবাপে।

Advertisment

বুধবার মন্তেপিয়ের ম্যাচে ২১ মিনিটে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তারকা। টিভি ক্যামেরায় দেখা গিয়েছে মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার সময় বাঁ পায়ের উরু হালকা ম্যাসাজ করছেন তিনি।

আরও পড়ুন: জোড়া পেনাল্টি মিস, চোট, দুর্ধর্ষ গোল! ম্যাচ শেষেই মেসি-এমবাপেকে নিয়ে মুখ খুললেন PSG কোচ

ম্যাচের পরে কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের সম্প্রচারকারী ক্যানাল প্লাস চ্যানেলে বলে যান, “হাঁটুর পিছনে চোট পেয়েছে এমবাপে।” পরে আবার পিএসজি বস বলে দেন, এমবাপের চোট মোটেই গুরুতর নয়। “এটা চোট নাকি কালশিটে দাগ, সেটা আমরা এখনও জানি না। তাছাড়া ওঁর মাসলেও যন্ত্রণা হচ্ছিল। খুব একটা গুরুতর মোটেই মনে হচ্ছে না। আমরা এই নিয়ে খুব একটা বেশি চিন্তিত নই। টানা ম্যাচ খেলতে হবে, তাই ওঁকে নিয়ে আমরা কোনওরকম ঝুঁকি নিচ্ছি না।”

তবে কোচের আশ্বাস সত্ত্বেও পিএসজি সরকারিভাবে জানিয়ে দিল, "একাধিক পরীক্ষা নিরীক্ষার পরে জানা গিয়েছে, এমবাপের ফেমোরাল বাইসেপে চোট রয়েছে।"

আগামী তিন সপ্তাহে ফেব্রুয়ারির ৪ থেকে ১৯ তারিখ পর্যন্ত পিএসজির পাঁচটি ম্যাচ রয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ম্যাচ যেমন রয়েছে, তেমন ফ্রেঞ্চ কাপে প্রি কোয়ার্টার ফাইনালে অলিম্পিক মার্সেই ম্যাচও রয়েছে। এসব ম্যাচ থেকেই আপাতত ছিটকে গেলেন এমবাপে।

এমবাপের সঙ্গে বুধবার রাতে চোট পেয়েছেন সের্জিও রামোস। তবে তাঁর চোট কতটা গুরুতর তা জানা যায়নি। পিএসজি আপাতত লিগে দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে ফেলেছে। শনিবার লিগে পিএসজি পরের ম্যাচে নামবে ত্যুলো-এলের বিপক্ষে।

Read the full article in ENGLISH

Bayern Munich Kylian Mbappe PSG Champions League
Advertisment