Advertisment

এমবাপেই এবার ক্যাপ্টেন, ইউরো কাপ থেকেই ঝড় তোলা সুপারস্টারকে বড়সড় দায়িত্বে

বড়সড় দায়িত্ব পেলেন এমবাপে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপের পর অবসর নিয়েছেন ফ্রান্স অধিনায়ক হুগো লরিস। ফ্রান্স ফুটবল সংস্থার তরফে নতুন ক্যাপ্টেন হিসাবে কিলিয়ান এমবাপের নাম ঘোষণা করা হল। সরকারিভাবে মঙ্গলবারেই নতুন অধিনায়ক ঘোষণা করা হয় ফরাসি ফুটবল সংস্থার তরফে, "লেস ব্লুজ-দের নতুন ক্যাপ্টেন হিসাবে কোচ দিদিয়ের দেশ কিলিয়ান এমবাপের নাম জানিয়েছেন। ভাইস ক্যাপ্টেন আন্তোনিও গ্রিজম্যান।" দৈনিক ল্য ইকুঁয়েপ জানিয়েছে, কোচ দিদিয়ের দেশের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেই নেতৃত্বে দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন।

Advertisment

ফ্রেঞ্চ টিভি চ্যানেল টিএফওয়ান দেশের উদ্ধৃতি প্রকাশ করেছে। যেখানে ফরাসি কোচকে বলতে শোনা যাচ্ছে, "দায়িত্ব নেওয়ার জন্য সমস্ত গুণাবলী কিলিয়ানের রয়েছে। মাঠে ফুটবলারদের সকলকে একত্রিত করার কাজ করে দলের প্রাণ হয়ে দাঁড়িয়েছে ও।"

টানা দ্বিতীয়বার জাতীয় দলকে ফাইনালে পৌঁছে দেওয়া অধিনায়ক হুগো লরিস গত জানুয়ারিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার করেন। ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকার শ্যুট আউটে পরাস্ত হয় ফরাসিরা। তারপর থেকেই ২৪ বছরের এমবাপেকে পরবর্তী নেতা হিসেবে ভাবা হচ্ছিল।

২৪ বছর বয়সেই জাতীয় দলের হয়ে ৬৬টি ম্যাচ খেলে ফেলেছেন ফরাসি তারকা। ২০১৮-য় বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং ২০২২-এ রানার্স আপ হওয়ার দৌড়ে এমবাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আগামী শুক্রবার ফ্রান্স ইউরোর কোয়ালিফায়ারে নামছে স্তাদে দে ফ্রান্স-এ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আগামী সোমবার ফ্রান্স খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

Read the full article in ENGLISH

france Kylian Mbappe
Advertisment