Advertisment

ভালো খাওয়া, ভালো ঘুমোলেই...! নেইমারকে ব্যঙ্গে-বিদ্রূপে অস্থির করে দিলেন এবার এমবাপে

নেইমারকে ভয়ঙ্কর খোঁচায় রক্তাক্ত করলেন এমবাপে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

পিএসজি শিবির তো বটেই গোটা ফুটবল বিশ্বের চালু ধারণা হল এমবাপে, নেইমারের ঠিক বনিবনা হয় না। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ম্যাচে প্ৰথম পর্বে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে হেরে গিয়েছে পিএসজি। সেই ম্যাচের পরেই এমবাপে বিতর্কিতভাবে নিশানা করে যান নেইমারকে। সরাসরি নয়, পরোক্ষে। 'ভালো ঘুম, ভালো খাওয়া-দাওয়া' মন্তব্যের নিশানা যে এমবাপের ব্রাজিলীয় সতীর্থের, তা নিয়ে কোনও সংশয় নেই।

Advertisment

চলতি বছরের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে পিএসজি। মেসি, নেইমার, এমবাপে তিন তারকাকে সেরা ছন্দে খেলতে দেখতে পাওয়া যাচ্ছে না। নেইমারের ক্লাবের প্রতি দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে ফরাসি প্রচারমাধ্যম। একাধিক রিপোর্টে বলা হয়েছে, বায়ার্ন মিউনিখের কাছে যেদিন পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে হার হজম করল, সেই সময়েই নেইমার ব্যস্ত ছিলেন পোকার খেলতে, এক রেস্তোরাঁয় ডিনার সারতে।

আরও পড়ুন: গোলকিপার হাঁ, ম্লান এমবাপের জোড়া গোলও! মেসির অবিশ্বাস্য ফ্রিকিক-গোলে বাকরুদ্ধ বিশ্ব, দেখুন ভিডিও

তারপরেই এমবাপের বিষ্ফোরক মন্তব্য। বলে দেন ফিরতি লিগে পিএসজির ঘুরে দাঁড়ানোর পুরো সম্ভবনা রয়েছে যদি সবাই 'ভালো খাওয়া দাওয়া করে, ভালো করে ঘুমোয়'। যদিও লিগা ওয়ানে রবিবার লিলে ম্যাচের পর ফরাসি তারকা নেইমারকে খোঁচা দেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। "সবাইকে দেখছি নেইমারকে নিয়ে আলোচনায় ব্যস্ত থাকতে। নেইমারকে কোনও খোঁচা দিই নি। এরকম পরিস্থিতিতে একদম শেষ অস্ত্র হিসাবে কারোর উপর বিষোদগার করতে হয়। এটা আসলে সকলের উদ্দেশ্যে একটা বার্তা। কারণ আগেও বলেছি, সবাই যদি আমরা খেলতে পারি, তাহলে তা প্রতিপক্ষের জন্য চিন্তার বিষয়।" বলেছেন এমবাপে।

লিলে ম্যাচে নেইমার, এমবাপে দুজনেই গোল পেয়েছেন। যদিও টানটান থ্রিলারে মেসির ম্যাজিক ফ্রিকিক গোল নির্ণায়ক হয়ে দাঁড়ায় শেষ মুহূর্তে। তবে ৪-৩ গোলে দুরন্ত জয়ের পরেও স্বস্তিতে নেই প্যারিসের ক্লাবটি। কারণ দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর চোট পেয়ে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে।

আরও পড়ুন: সুইসাইড গোল, জাল ফাঁকা রেখে গোল! মুখ পোড়ানো মার্টিনেজের ওপর চটে লাল ভিলা কোচ

এমবাপে বন্ধুর জন্য সুস্থতা কামনা করেছেন, "আশা করি দ্রুত ও ফিট হয়ে উঠবে। কারণ ও দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার।" ক্লাবের তরফে জানানো হয়েছে, একাধিক পরীক্ষা নিরীক্ষার পর দেখা গিয়েছে গোড়ালির হাড় ভেঙে যায়নি। তবে গোড়ালি মুচকে গিয়েছে। এমআরআই স্ক্যানও করা হয়েছে। সেই স্ক্যানেও হাড় ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়েনি। লিগামেন্টে কোনও ইনজুরি হয়েছে কিনা, সেই পরীক্ষা অবশ্য এখনও বাকি রয়েছে। চলতি সিজনে পিএসজির হয়ে দুরন্ত। ছন্দে রয়েছেন নেইমার। মাত্র ২৯ ম্যাচে তাঁর নামের পাশে ১৮ গোল এবং ১৭ এসিস্ট।

Read the full article in ENGLISH

Champions League Bayern Munich neymar PSG Kylian Mbappe
Advertisment