Advertisment

মেসি-নেইমার ধারেকাছে নেই, কিছুদিনের মধ্যেই PSG-র জার্সিতে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠার পথে এমবাপে

পিএসজির জার্সিতে কিছুদিনের মধ্যেই সর্বশ্রেষ্ঠ হয়ে যাবেন কিলিয়ান এমবাপে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রবিবার পিএসজি লিগা ওয়ানে খেলতে নামছে রেইমসের বিরুদ্ধে। সেই ম্যাচে পিএসজির জার্সিতে টপ স্কোরার হওয়ার আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার সুযোগ থাকছে কিলিয়ান এমবাপের। প্যারিসের চ্যাম্পিয়ন ক্লাবটির হয়ে এমবাপের বর্তমান গোলসংখ্যা ১৯৬টি। পিএসজির হয়ে সেরা গোলদাতাদের তালিকায় ২০০ গোল করে একনম্বরে রয়েছেন এদিনসন কাভানি। আর মাত্র চার গোল করলেই পিএসজির শ্রেষ্ঠ গোলদাতাদের তালিকায় শীর্ষে পৌঁছে যাবেন এমবাপে।

Advertisment

কাভানি ২০০ গোলের শৃঙ্গে পৌঁছেছেন ৩০১ ম্যাচে। এমবাপে ১৯৬ গোল করেছেন মাত্র ২৪১ ম্যাচে। কাভানি এক মরশুমে সর্বাধিক ৪৯ গোল করেছিলেন। সেখানে এমবাপের এখনও পর্যন্ত মরশুমে সর্বাধিক গোলের সংখ্যা ৪২টি। চলতি সিজনের মাঝপথেই এমবাপে ২৫ ম্যাচে ২৪ গোল করে ফেলেছেন। গোটা মরশুমে তিনিই এবার হাফসেঞ্চুরি গোল পূর্ণ করতে পারেন কিনা, সেটাই দেখার।

২০২০ তে পিএসজি থেকে চলে যেতে হয়েছিল কাভানিকে। এখনও প্যারিসের কাভানির জনপ্রিয়তা একই রকমের অটুট। ক্লাব উরুগুয়ের তারকাকে ছেড়ে দেওয়ার পর অনেক পিএসজি সমর্থকই প্রকাশ্যে ক্লাবের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। পিএসজির সমর্থকদের সঙ্গে এমবাপের সম্পর্ক অতীতে মোটেও ভালো ছিল না।

গত বছর রিয়েল মাদ্রিদের সঙ্গে ট্রান্সফার চুক্তি অনেকটাই এগিয়ে যাওয়ায় এমবাপের জনপ্রিয়তা ধাক্কা খেয়েছিল ক্লাবের সমর্থকদের কাছে। তবে এবারের কাতার বিশ্বকাপে পারফরম্যান্স সমর্থকদের সঙ্গে এমবাপের দূরত্ব অনেকটাই কমিয়ে এনেছে। মাঠে নামলেই এখন গ্যালারিতে এমবাপের নামে ধ্বনি দিচ্ছেন সমর্থকরা। যা অতীতে অদৃশ্য ছিল। এমনকি পিএসজির এওয়ে ম্যাচেও বিপক্ষ সমর্থকরা সুপারস্টারকে চিয়ার করতে ভুলছেন না। যদিও ফেব্রুয়ারিতে মার্সেইয়ের বিপক্ষে এওয়ে ম্যাচে সেরকম উষ্ণ অভ্যর্থনা পাবেন, এমনটা ভাবার কোনও কারণ নেই।

গত শনিবার ফ্রেঞ্চ কাপে অপেশাদার দলের বিরুদ্ধে ৭-০ গোলে জয় পেয়েছে পিএসজি। পার্ক দ্য প্রিন্সেস-এ একাই পাঁচ গোল করে যান এমবাপে। যাইহোক, লিগ ওয়ানে বর্তমানে ১৩ গোল করে বর্তমানে তিনিই টপ স্কোরার। গোল্ডেন বুট পাওয়ার লড়াইয়ে এমবাপের ঘাড়ে ১২ গোল করে নিঃশ্বাস ফেলছেন লরেন্ট-এর তারেম মোফি এবং লিলে-র জোনাথন ডেভিড।

Read the full article in ENGLISH

Kylian Mbappe PSG
Advertisment