scorecardresearch

নেইমারের সঙ্গে ঝামেলা মেটানোর ইঙ্গিত! জন্মদিনেই ব্রাজিলিয়ানের মন গলাতে চাইলেন এমবাপে

নেইমারের জন্মদিনে হৃদয় গলিয়ে দিলেন এমবাপে

নেইমারের সঙ্গে ঝামেলা মেটানোর ইঙ্গিত! জন্মদিনেই ব্রাজিলিয়ানের মন গলাতে চাইলেন এমবাপে

নেইমারের সঙ্গে তাঁর সম্পর্কের উষ্ণতা নিয়ে জল্পনার অন্ত নেই। বারেবারেই নেইমার-এমবাপের সম্পর্ক জল্পনার জন্ম দিয়েছে। সেই দূরত্ব দূরে সরিয়ে এবার অবশ্য নেইমারের জন্মদিনে খোলামেলা শুভেচ্ছা জানালেন এমবাপে। রবিবারই ৩১ বছর বয়সে পা দিয়েছেন নেইমার। আর ব্রাজিলিয়ান সতীর্থের জন্মদিনে হৃদয় গলানো শুভেচ্ছা জানালেন ফরাসি তারকা। ইনস্টাগ্রাম একাউন্টের স্টেটাসে এমবাপে লিখে দিলেন, “শুভ জন্মদিন শিল্পী। দিনটা উপভোগ করো।”

বার্সেলোনায় সেরা ফর্মে থাকার সময়েই নেইমার সই করেছিলেন পিএসজিতে। ২৬ বছর বয়সে প্যারিসে চলে আসেন ব্রাজিলীয় সুপারস্টার। তারপর পিএসজির হয়ে গত পাঁচ মরশুম ধরে আক্রমণের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছেন তিনি। প্যারিসের ক্লাবটির হয়ে ১৬৯ ম্যাচে ১১৭ গোল করে ফেলেছেন। ৭৫টি এসিস্টও রয়েছে তাঁর নামের পাশে।

পিএসজির হয়ে কেরিয়ারের অন্যতম সেরা সময় কাটালেও বিতর্ক পিছু ছাড়েনি তারকার। ব্যক্তিত্বের সংঘাত নিয়ে পিএসজিতে নেইমারের সঙ্গে লেগে গিয়েছে এমবাপের।

গত অগাস্টে নেইমারের সঙ্গে পেনাল্টি মারা নিয়ে তুঙ্গে উঠেছিল বিতর্ক। লিগা ওয়ানে মন্তেপিলারের বিরুদ্ধে দলের পেনাল্টি টেকার কে হবে, তা নিয়ে তোলপাড় ফেলা বিতর্ক হয়েছিল। সেই ঘটনার রেশ এখনও পিএসজিতে জারি রয়েছে।

জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় নেইমারকে যতই ‘আর্টিস্ট’ বলে থাকুন না এমবাপে। দুজনের সম্পর্ক আর মেরামতি হওয়ার নয়। বিশ্বকাপের পর দলবদলের গুঞ্জনে বলা হচ্ছিল, কিলিয়ান এমবাপে সম্ভবত রিয়েল মাদ্রিদে যোগ দিতে চলেছেন। তবে রিয়েল মাদ্রিদ এখনও ফরাসি তারকার ওপর পুরনো রাগ ভুলতে পারেননি। গত বছরই রিয়ালের অফার প্রত্যাখ্যান করে এমবাপে পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এবার এমবাপের দলবদলের গুঞ্জনে রিয়েল মাদ্রিদ ভেসে আসতেই মাদ্রিদের ক্লাবটি নাকি সাফ জানিয়ে দিয়েছে, এমবাপেকে দরকার নেই তাঁদের। এমনই জানিয়েছে স্প্যানিশ মিডিয়া মার্কা।

রিয়েলে যাওয়া হচ্ছে না, এমনটা কার্যত নিশ্চিত হয়ে যাওয়া পরেই এমবাপে এবার পিএসজিকে তিনটে শর্ত চাপিয়েছে। তিনি নাকি প্যারিসের ক্লাবটিকে জানিয়ে দিয়েছেন, তিনটে শর্ত না মানলে তিনি ক্লাব ছাড়বেন। অন্য স্প্যানিশ মিডিয়া ওকে ডায়ারিও-য় বলা হয়েছে, এমবাপের পিএসজিকে দেওয়া প্রথম শর্তই হল নেইমারকে রিলিজ করতে হবে। এমনিতে এমবাপের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে ২০২৪/২৫ সিজন পর্যন্ত। তবে তার আগেই চুক্তির শর্ত মেনে চাইলে ক্লাব ছাড়তে পারেন তিনি ইচ্ছা অনুযায়ী। বিশ্বকাপের সময় মেসির সঙ্গে ফরাসি তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে বলা হচ্ছে, মেসির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এখনও অটুট রয়েছে। তবে নেইমারের সঙ্গে তাঁর সমস্যা রয়েছে।

ফরাসি বিশ্বকাপ জয়ী সুপারস্টার নেইমারের বদলে সতীর্থ হিসাবে পেতে চাইছেন ম্যাঞ্চেস্টার সিটিতে খেলা পর্তুগিজ তারকা বার্নার্ড সিলভাকে। স্প্যানিশ সাংবাদিক হোসে আলভারেজ জানিয়ে দিয়েছেন চলতি সিজন শেষেই ইত্তিহাদ ক্লাব ছাড়তে চলেছেন পাঁচ তারকা। এদের মধ্যে রয়েছেন রোনাল্ডোর জাতীয় দলের সতীর্থ বার্নার্ড সিলভা-ও।

কিলিয়ান এমবাপে এবং সিলভা দুজনে একসঙ্গে দুই মরশুম (২০২৫/১৬, ২০১৬/১৭) খেলেছেন মোনাকোয়। ফ্রান্সের ক্লাবে ৪৪ টি ম্যাচ একসঙ্গে খেলেছেন। দুজনে একত্রে ছয়টি গোলে অবদান রেখেছেন। পুরোনো বন্ধুকে পিএসজিতে সই করাতে এবার উঠেপড়ে লেগেছেন বিশ্বকাপের গোল্ডেন বুট প্রাপক।

যাইহোক, সামনেই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের মহারণে নামছে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। সেই ম্যাচে সম্ভবত পিএসজিকে এমবাপে এবং নেইমারকে ছাড়াই নামতে হবে। দুই তারকার অনুপস্থিতিতে মেসির ওয়ান্ডার গোলে ত্যুলোর বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছিল পিএসজি। এবার চ্যাম্পিয়ন্স লিগেও ভরসা সেই মেসি।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Kylian mbappe wishes psg teammate neymar on his birthday calls him artist