scorecardresearch

বড় খবর

প্রতিপক্ষকে লাথি মেরে চূড়ান্ত দুর্ব্যবহার! সেই এমবাপের ৯০ মিনিটের গোলে দুর্ধর্ষ জয় মেসির PSG-র

ফের মাঠেই অভ্যবতা এমবাপের

প্রতিপক্ষকে লাথি মেরে চূড়ান্ত দুর্ব্যবহার! সেই এমবাপের ৯০ মিনিটের গোলে দুর্ধর্ষ জয় মেসির PSG-র

চ্যাম্পিয়ন্স লিগ, ফ্রেঞ্চ কাপ হাতছাড়া হয়েছে। শেষ ট্রফি হিসাবে বেঁচে রয়েছে লিগা ওয়ানের খেতাব। সেই লিগা ওয়ানে পিএসজি ২-১ গোলে হারাল ব্রেস্টকে। শনিবার রাতে ইনজুরি টাইমে গোল করলেন কিলিয়ান এমবাপে।

অফসাইডের ফাঁদ এড়িয়ে এমবাপে মেসির কাছ থেকে থ্রু বল পেয়ে ৯০ মিনিটে গোলকিপার মার্কো বিজওঁ-কে পরাস্ত করে যান এমবাপে।

গোল করে দলকে জয় এনে দিলেও এমবাপে এদিন বড়সড় বিপদে পড়তে পারতেন। ৮৫ মিনিটে মাঠে পড়ে যাওয়া প্রতিপক্ষের তারকা হ্যারিস বেলকেবলাকে সজোরে লাথি মেরে বসেন ফরাসি সুপারস্টার। তবে রেফারি কার্ড দেখাননি এমবাপেকে।

গত বুধবারই চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ০-২ হেরে পিএসজির বিদায় ঘটেছে। একমাত্র লিগা ওয়ানেই জয়ের আশা বাঁচিয়ে রেখেছে প্যারিসিয়ানরা। ৩৭ মিনিটে এমবাপের দূরপাল্লার শট বিজওঁ রুখে দিলেও রিবাউন্ড থেকে গোল করে যান কার্লোস সোলার।

স্পেনের জাতীয় দলে খেলা কার্লোস সোলার গোটা ম্যাচ জুড়েই বিধ্বংসী ফর্মে ছিলেন। ১১ মিনিটে তাঁর শট রুখে দিয়েছিলেন গোলকিপার বিজওঁ। ২৬ মিনিটে এমবাপেকেও গোলের সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন সোলার। যদিও তা কাজে লাগাতে পারেননি এমবাপে।

৪৪ মিনিটে ব্রেস্ট সমতা ফিরিয়ে দিয়েছিল কাউন্টার এটাক থেকে গোল করে। রোমান দি ক্যাসিও-র কাছ থেকে বল পেয়ে ফ্র্যাঙ্ক হোরাত সের্জিও রামোস এবং টিমোথি পেম্বলেকে একসঙ্গে বোকা বানিয়ে যান। তারপর দোনারুম্মাকে পরাস্ত করে ১-১ করতে বিন্দুমাত্র ভুল করেননি ফ্রান্সের তারকা মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে পিএসজির বিরুদ্ধে চীনের প্রাচীর খাড়া করেন গোলকিপার বিজওঁ। ৬৫ মিনিটে মেসির শট যেমন ফিস্ট করে বাঁচিয়ে দেন, তেমন ৭০ মিনিটে নুনো মেন্ডেসের নিশ্চিত গোল-ও আটকে দেন তিনি।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Kylian mbappes injury time goal saves psg against brest in ligua 1