অনন্য সম্মানে ভূষিত হলেন ডেভিড বেকহ্যাম। এলএ গ্যালাক্সি স্টেডিয়ামের বাইরে বসল তাঁর মূর্তি। মেজর লিগ সকারের প্রথম কোনও ফুটবলারের মূর্তি বসল। দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল ফুটবলকে আলবিদা বলেছেন বেকস। কিন্তু আজও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলারের জনপ্রিয়তা একইরকম। ক্যালিফোর্নিয়ার কারসনে অবস্থিত গ্যালাক্সির ঘরের মাঠ ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কের সামনেও উপচে পড়ল অটোগ্রাফ শিকারিদের ভিড়, সঙ্গে ক্যামেরার ফ্ল্যাশবাল্বের ঝলকানি।
শনিবার এমএলএসের নতুন মরসুমের প্রথম ম্যাচে এলএ গ্যালাক্সি ২-১ গোলেই হারিয়েছে শিকাগো ফায়ারকে। এই ম্যাচের আগেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বেকসের মূর্তি উন্মোচিত হয়। অনুষ্ঠানে বেকহ্যাম ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া ছাড়াও ছিলেন এলএ গ্যালাক্সির প্রাক্তন আইরিশ ফুটবলার রবি কিন। বেকহ্যাম এই অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, "প্রথম দিন থেকেই আমার ও আমার পরিবারের কাছে এই শহরটা বাড়ির মতো হয়ে গিয়েছিল। এর জন্য আজীবন ঋণী থাকব। মানুষের সমর্থন ছাড়া এরকম একটা কেরিয়ার হতো না।"
আরও পড়ুন: বেকসের আগে এই অনন্য সম্মান পাননি কোনও ফুটবলারই
২০০৩-০৭ পর্যন্ত রিয়াল মাদ্রিদে দুর্দান্ত একটা মরসুম কাটিয়ে ‘ফ্রি-কিকের জাদুকর’ চলে এসেছিলেন মার্কিন মুলুকে। এমএলএস খেলতে তিনি নাম লেখান এলএ গ্যালাক্সিতে। এখানে ২০১২ পর্যন্ত খেলে তিনি লোনে চলে গিয়েছিলেন ইতালিতে। খেলেন এসি মিলানে। গ্যালাক্সিতে ফুল ফোটান বেকস। ব্যাক-টু-ব্যাক ২০১১ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন করান ক্লাবকে। ছ’বছর এলএ গ্যালাক্সির জার্সিতে ৯৮টি ম্যাচ খেলেছিলেন তিনি। বেকহ্যামের সৌজন্যে এমএলএস একটা আলাদা পরিচিতি পেয়েছিল ফুটবলবিশ্বে।বেকহ্যামকে দেখেই ইউরোপের অনান্য ফুটবলাররাও এই টুর্নামেন্টে খেলতে আসেন। ৪৩ বছরের বেকহ্যাম ইন্টার মায়ামি সিএফ-এর মালিক। আশা করা হচ্ছে ২০২০-তে বেকসের ক্লাবও এমএলএস খেলবে।