Lahore weather today, AFG vs AUS: বৃষ্টিতে কি ভেস্তে যাবে আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ? দেখে নিন, আজকে লাহোরের আবহাওয়া

Lahore weather today, ICC Champions Trophy 2025: অস্ট্রেলিয়া ইংল্যান্ডের তোলা ৩৫১ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে জিতেছে এই পিচেই। আফগানিস্তান ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচে মোট ৬০০-র বেশি রান উঠেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
LAHORE STADIUM IN CHAMPIONS TROPHY 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ লাহোর স্টেডিয়াম

LAHORE STADIUM IN CHAMPIONS TROPHY 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ লাহোর স্টেডিয়াম। (ছবি- ফেসবুক)

Lahore weather today, ICC Champions Trophy 2025: আজ, শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। গাদ্দাফি স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক। এখানে আগের ম্যাচগুলোতে বড় স্কোর উঠেছে। ইংল্যান্ডের তোলা ৩৫১ রানের লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে এই পিচেই। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচে ৬০০-র বেশি রান উঠেছে। তাই, আজওও ব্যাটসম্যানরাই এই পিচে সুবিধা পেতে পারেন। দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব থাকতে পারে, যা বোলারদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। সুতরাং, টসজয়ী দলগুলো সাধারণত প্রথমে ফিল্ডিং করতে চাইবে।

Advertisment

আবহাওয়া রিপোর্ট: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং আবহাওয়া ঠান্ডা থাকবে। তাপমাত্রা সারা দিন প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, তবে বৃষ্টি কতটা প্রভাব ফেলবে তা মাঠের অবস্থা এবং নিকাশি ব্যবস্থার ওপর নির্ভর করছে। 

প্রতিদ্বন্দ্বী দল:

আফগানিস্তান: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমতুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, নূর আহমদ, ফজলহক ফারুকি, ফারিদ মালিক, নাভিদ জাদরান। রিজার্ভ: দারউইশ রাসুলি, বিলাল সামি।

Advertisment

অস্ট্রেলিয়া: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেরি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাঙ্গা, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা। রিজার্ভ: কুপার কনোলি।

এই ম্যাচ, দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেমিফাইনালে পৌঁছানোর জন্য এই ম্যাচ নির্ধারক হতে চলেছে। তাই, ক্রিকেটপ্রেমীরা একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের আশা করতেই পারেন। অস্ট্রেলিয়া এমনিতে বরাবরের শক্তিশালী দল। কিন্তু, আফগানিস্তান গত ম্যাচে ইংল্যান্ডকে যেভাবে দুরমুশ করেছে, তাই তাদেরও আত্মবিশ্বাস তুঙ্গে। ব্যাটিং এবং বোলিং, সব বিভাগেই বিশ্বের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডকে গত ম্যাচে নাকানিচোবানি খাইয়েছে আফগানিস্তান। ফলে, তাদের সমর্থকদের মধ্যে শুক্রবারের ম্যাচ ঘিরে প্রত্যাশা অনেকটাই বেড়েছে। 

আরও পড়ুন- ইংল্যান্ড দুরমুশ! এবার অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করতে মরিয়া আফগানিস্তান

পাকিস্তানেও আফগানিস্তানের অনেক বাসিন্দা থাকেন। বিশেষ করে আফগানিস্তান সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা আজকের ম্যাচ নিয়ে বিরাট প্রত্যাশা করে বসে আছেন। ইতিমধ্যে  আয়োজক পাকিস্তান, একটি ম্যাচও জিততে না পেরে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে। ছিটকে গেছে পাকিস্তানের ঘনিষ্ঠ বাংলাদেশও। সেই কারণে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সমর্থকদের সমর্থন এখন গিয়ে পড়েছে আফগানিস্তানের দিকে।

ICC Champions Trophy Cricket News Australia Cricket Team NEWS Afganistan Cricket Team