RCB, Lalit Modi, Praveen Kumar: 'আমি আরসিবিতে খেলতে চাই না। ললিত মোদী কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।'- এমনই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন ভারতীয় জাতীয় দলের এক প্রাক্তন পেসার। সেই পেসার হলেন প্রবীণ কুমার। তিনি যাঁর সম্পর্কে এই অভিযোগ করেছেন, সেই ললিত মোদী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর প্রাক্তন চেয়ারম্যান।
প্রবীণ কুমার জানিয়েছেন, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হয়ে খেলতে চাননি। বরং চেয়েছিলেন, তৎকালীন দিল্লি ডেয়ার ডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস)-এর হয়ে খেলতে।
সেই ব্যাপারে স্মৃতিচারণ করতে গিয়ে প্রবীণ কুমার বলেছেন, একজন ব্যক্তি তাঁকে দিয়ে কাগজে সই করিয়েছিল। সেটা ছিল আইপিএলের চুক্তিপত্র। সেই চুক্তিপত্র ছিল আরসিবির। এই ব্যাপারে প্রবীণ বলেন, 'আমি আরসিবির হয়ে খেলতে চাইনি। কারণ, আমার এলাকার চেয়ে বেঙ্গালুরুর দূরত্ব ছিল অনেকটাই। আমি ইংরেজি জানতাম না। তাছাড়া ওখানকার খাবারও আমার পছন্দসই নয়। বরং, দিল্লি মিরাটের অনেকটাই কাছে। সেখানে বাড়ি থেকে যাতায়াত করতে আমার কোনও অসুবিধাই ছিল না। কিন্তু, তারপরও একজন লোক আমাকে একটা পেপারে সই করিয়েছিলেন। আমি জানতাম না যে ওটা চুক্তিপত্র। আমি তাঁদের বলেছিলাম, দিল্লির হয়ে খেলতে চাই। বেঙ্গালুরুর হয়ে খেলতে চাই না। ললিত মোদী আমাকে ডাকেন। হুমকি দেন, কেরিয়ার শেষ করে দেবেন।'
আরও পড়ুন- মোদি ‘ভক্ত’ শামি! দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ঢালাও প্রশংসার বন্যা সুপারস্টারের
প্রবীণ কুমার তিন বছর আরসিবির হয়ে খেলেছেন। ৪৭ ম্যাচে ৪১টি উইকেট নিয়েছেন। আরসিবির হয়ে প্রথমবার হ্যাটট্রিক করে ইতিহাসেও স্থান পেয়েছেন এই ডানহাতি বোলার। ২০১০ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওই নজির গড়েছিলেন প্রবীণ। শুধু আরসিবিই নয়। তিনি পঞ্জাব কিংসের হয়েও খেলেছেন। সেই সময় পঞ্জাব কিংসের নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব।
মোট তিন বছর, ২০১১ থেকে ২০১৩ প্রবীণ পঞ্জাবের হয়ে খেলেন। ২০১৪-র আইপিএল নিলামে তাঁকে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেনি। যদিও জাহির খানের বদলে মুম্বই ইন্ডিয়ানস তাঁকে ডেকে নিয়েছিল। ২০১৫ সালে প্রবীণ সানরাইজার্স হায়দরাবাদের প্রতিনিধিত্ব করেন। ২০১৬ এবং ২০১৭ সালে তিনি গুজরাত লায়নসের হয়ে খেলেন। মোট ১১৯টি আইপিএল খেলে তাঁর ঝুলিতে রয়েছে ৯০টি উইকেট। ২০১৮ সালে অবসর নেন প্রবীণ কুমার।