/indian-express-bangla/media/media_files/2025/05/29/L2sN5YgfoTuOzzYS4ClJ.jpg)
Lamine Yamal: মোটা অঙ্কের টাকায় বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছেন ইয়ামাল
Lamine Yamal News: বার্সেলোনাতেই থাকছেন বিস্ময় কিশোর লামিনে ইয়ামাল (Lamine Yamal)। এখনও তাঁর ১৮ বছর হয়নি, আগামী জুলাই মাসে সাবালক হবেন। তার আগেই তাঁকে নিয়ে মজে গোটা ফুটবল দুনিয়া। বার্সেলোনার (Barcelona) সঙ্গে নতুন চুক্তি করেছেন ইয়ামাল। ৬ বছরের এই চুক্তি অনুযায়ী আগামী ২০৩১ পর্যন্ত কাতালান ক্লাবেই খেলবেন ইয়ামাল। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, মোটা অঙ্কের টাকায় বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছেন ইয়ামাল। টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে।
The Athletic-এর রিপোর্ট অনুযায়ী, নতুন চুক্তি অনুযায়ী বছরে ৩০ মিলিয়ন পাউন্ড পাবেন ইয়ামাল। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪৫ কোটি টাকা। এই টাকার অঙ্ক রীতিমতো মাথা ঘোরানোর মতোই। প্রতি সপ্তাহে ইয়ামালের পকেটে ঢুকবে ৩.২৫ লক্ষ পাউন্ডের মতো। ১৭ বছরের এই ফুটবলারের বেতনের অঙ্ক রীতিমতো চোখধাঁধানো। ২০২৩ সালে বার্সেলোনার হয়ে তাঁর অভিষেক হয়েছিল। সেইসময় ইয়ামালের বয়স ছিল ১৫ বছর। তার উপর ২ বছরে অনেক সাফল্য পেয়েছেন ইয়ামাল। স্পেনের হয়ে ইউরো কাপ জিতেছেন। এছাড়াও বার্সেলোনার হয়ে লা লিগা, সুপার কাপ, কোপা দেল রেই জিতেছেন বিস্ময় প্রতিভা।
২০২৬ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল ইয়ামালের। কিন্তু তার এক বছর আগেই বার্সেলোনা তাঁকে রেকর্ড অর্থ দিয়ে ৬ বছরের জন্য চুক্তি করায় বোঝাই যাচ্ছে, স্পেনের ক্লাব তাঁকে ছাড়তে মোটেও রাজি নয়। বহু বছর পর বার্সেলোনার একের পর এক সাফল্য এসেছে এই মরশুমে। তার অনেকটা কৃতিত্ব ইয়ামালের। চলতি মরশুমে ত্রিমুকুট জিতেছে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বার্সার। নাহলে চ্যাম্পিয়ন্স লিগ জেতারও অন্যতম দাবিদার ছিল বার্সেলোনা।
আরও পড়ুন দায়িত্ব পেয়েই নেইমারকে বাদ দিলেন অ্যান্সেলোত্তি! বিতর্কের দাবানল ছড়াতেই কী সাফাই ব্রাজিল কোচের?
চলতি মরশুমে বার্সার হয়ে ৫৫টা ম্যাচ খেলেছেন ইয়ামাল। গোল করেছেন ১৮টা, করিয়েছেন ২৫টা। এই সিজনে রিয়াল মাদ্রিদকে চারবার হারিয়েছে বার্সেলোনা। চারটি এল ক্লাসিকো জয়েও অন্যতম ভূমিকা ছিল ইয়ামালের। রিয়ালের বিরুদ্ধে চারটি ম্যাচেই দুর্দান্ত খেলেছেন ইয়ামাল। গোল করেছেন, করিয়েছেন। তাঁর বয়স সবেমাত্র ১৭। তবে তাঁর যা ফুটবল প্রতিভা, তাতে অনেক ফুটবল কিংবদন্তি তাঁর সঙ্গে লিওনেল মেসির তুলনা টানছেন। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকেরও নয়নের মণি ইয়ামাল। ফ্লিকের কোচিংয়ে অনেক পরিণত হয়েছেন ইয়ামাল। এবার সামনের মরশুমে ক্লাবকে আরও সাফল্য দেবেন ইয়ামাল, এটাই আশা বার্সা সমর্থকদের।