ঘরওয়াপসি! চেলসির কিংবদন্তি ইংলিশ ফুটবলার ফ্র্যাঙ্ক ল্য়ম্পার্ড ফিরলেন স্ট্যামফোর্ড ব্রিজে। মৌরিজিও সারির জুতোয় পা গলালেন চেলসির প্রাক্তন মহারথী। অলিভার জিরুদ, কান্তেদের মাথায় ল্য়াম্পার্ডকে হেডস্য়ার করে বসালেন ইংলিশ প্রিমিয়র লিগের এই ঐতিহ্য়বাহী ক্লাব। আগামী তিন বছর চেলসির কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন ল্য়াম্পার্ড।
শেষ এক বছর ডার্বি কাউন্টির কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন ল্যাম্পার্ড। আরও দুই বছর এই ক্লাবের সঙ্গে চুক্তি ছিল ল্য়াম্পার্ডের। কিন্তু চেলসি চার মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ডার্বি থেকে তাঁকে নিয়ে আসেন।
ল্যাম্পার্ড ১৩ বছর চেলসির জার্সিতে দাপিয়ে ফুটবল খেলেছেন। ২০০১-এ ওয়েস্টহ্য়াম থেকে চলে আসেন চেলসিতে। ২০১৪ পর্যন্ত চেলসিতে কাটিয়ে ৬৪৯টি ম্যাচ খেলে ২১১টি গোল করেন। চেলসির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলাদাতা হয়ে ক্লাবকে জেতান তিনটি প্রিমিয়র লিগ ও চারটি এফএ কাপ। দু'টি লিগ কাপ ও ইউরোপা কাপ জেতাতেও চেলসিকে সাহায্য় করেন তিনি। এমনকী চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগও জেতান ল্যাম্পার্ড।