Advertisment

Matheesha Pathirana: IPL-এর থেকেও ৫ গুন বেশি দাম, নিজের দেশেই টাকার রেকর্ডে চুরমার করলেন সিএসকের পাথিরানা

Lankan Premiere League auction 2024: শ্রীলঙ্কা তাঁকে আসন্ন টি-২০ বিশ্বকাপ দলে রেখেছে। যার জন্য দ্বীপরাষ্ট্রের এই ক্রিকেটারকে ১ জুন থেকে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে খেলতে দেখা যাবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Matheesha Pathirana, IPL price, মাথিশা পাথিরানা, আইপিএলে মূল্য

Matheesha Pathirana-IPL price: চেন্নাইয়ের গতবারের আইপিএল জয়ে পাথিরানার বিরাট ভূমিকা ছিল। (আইপিএল ওয়েবসাইট)

Matheesha Pathirana LPL vs IPL price: IPL-এর থেকেও ৫ গুন বেশি দাম। নিজের দেশেই টাকার রেকর্ডে চুরমার করলেন সিএসকের পাথিরানা। মঙ্গলবার ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল ২০২৪)-এর নিলাম। শ্রীলঙ্কান পেসার পাথিরানা, দ্বীপরাষ্ট্রের দল কলম্বো স্ট্রাইকার্সের কাছে ১২৫,০০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছেন। এত বিপুল অর্থ, একজন খেলোয়াড়ের পিছনে খরচ- এলপিএলের নিলামের ইতিহাসে রেকর্ড। গল মার্ভেলসও পাথিরানাকে কেনার চেষ্টা করেছিল। কিন্তু, বেশি দর দিয়ে এই পেসারকে নিজেদের করে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স।

Advertisment

বলতে গেলে পাথিরানাকে নিয়ে মঙ্গলবার শ্রীলঙ্কার দলগুলোর মধ্যে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে। পাথিরানার দর শুরু হয়েছিল ৫০ হাজার মার্কিন ডলার থেকে। ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি ৭০ হাজার মার্কিন ডলার দিতে রাজি হয়। এরপর গেল মার্ভেলস ১ লক্ষ মার্কিন ডলার দিয়ে কিনতে চায়। কলম্বো স্ট্রাইকার্স তার চেয়েও বেশি দিতে চাইলে গল, ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার দিতে রাজি হয়ে যায়। এরপরই কলম্বো স্ট্রাইকার্স দর বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার করে। গল ততটা আর যেতে সাহস পায়নি।

শুধু পাথিরানাই না। কলম্বো ৫০ হাজার মার্কিন ডলারে বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদকে নিয়েছে। আফগানিস্তান ও কেকেআর ওপেনার রহমানুল্লাহ গুরবাজকেও সই করিয়েছে। পাশাপাশি, চামিকা করুণারত্নে, থিসারা পেরেরা, সাদিরা সামারাউইক্রমা, নিপুন ধনঞ্জয়া এবং বিদেশি তারকা শাদাব খান ও গ্লেন ফিলিপসদেরও দলে নিয়েছে।

মাথিশা পাথিরানা ভারতে আইপিএলে যা দাম পেয়েছেন, হিসেব বলছে যে কলম্বোয় তার দাম উঠল পাঁচ গুণেরও বেশি। ২০২২ সালে নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে-এর বদলি হিসেবে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ২০ লক্ষ টাকায় পাথিরানাকে নিয়েছিল। শ্রীলঙ্কান ফাস্ট বোলার, ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের দলে তিন বছরের মেয়াদে চুক্তি করে তারকা হয়ে উঠেছেন।

আরও পড়ুন-  বন্ধু-বান্ধব, সোশ্যাল মিডিয়া নয়, কুকুর-বিড়াল, ভিন্টেজ গাড়িতেই চাপ কমে ধোনির! অবশেষে মুখ খুললেন কিংবদন্তি, দেখুন ভিডিও

সিএসকে-তে পাথিরানা, ভক্তদের এবং দলের আইকন এমএস ধোনির নয়নের মণি হয়ে উঠেছিলেন। গত বছর সিএসকের আইপিএল জয়ে পাথিরানা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। এবার পাথিরানা মাত্র ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। ইনজুরির জন্য দ্রুত শ্রীলঙ্কায় প্রত্যাবর্তন করেন। যার জেরে চেন্নাই রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ দলের টুর্নামেন্টে পঞ্চম স্থানে দৌড় শেষ করেছে। অবশ্য পাথিরানা ভক্তদের জন্য সুখবর। শ্রীলঙ্কা তাঁকে আসন্ন টি-২০ বিশ্বকাপ দলে রেখেছে। যার জন্য দ্বীপরাষ্ট্রের এই ক্রিকেটারকে ১ জুন থেকে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে খেলতে দেখা যাবে।

Chennai Super Kings CSK IPL ipl auction Sri Lanka Cricket Team Matheesha Pathirana
Advertisment