/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/LATA-DHONI.jpg)
ধোনি দয়া করে অবসরের কথা ভাববেনও না, দেশকে আপনার প্রয়োজন: লতা মঙ্গেশকর
ভারতীয় ক্রিকেটের একনিষ্ঠ সমর্থকদের মধ্যেই তিনি। তাঁর কন্ঠই তাঁর পরিচয়। কথা হচ্ছে 'দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া' লতা মঙ্গেশকরকে নিয়ে। সুর সম্রাজ্ঞী চাইছেন মহেন্দ্র সিং ধোনি যেন দেশের হয়েই খেলা চালিয়ে যান। মাহিকে অবসর না-নেওয়ার অনুরোধ করলেন দেশের কিংবদন্তি গায়িকা। টুইট করেই এমন অনুরোধ করেছেন লতা।
বৃহস্পতিবার লতা টুইটারে লিখেছেন, "নমস্কার এমএস ধোনিজি। আমি আজকাল শুনছি যে, আপনি অবসর নিতে চান। দয়া করে এমনটা ভাববেন না। দেশের প্রয়োজন রয়েছে আপনার। আমি আপনাকে অনুরোধ করব অবসরের ভাবনাও মনের মধ্যে আনবেন না।"
আরও পড়ুন:আউট হয়ে কেঁদে ভাসালেন ধোনি! হৃদয় ভাঙল একশো কোটির, রইল ভিডিও
Namaskar M S Dhoni ji.Aaj kal main sun rahi hun ke Aap retire hona chahte hain.Kripaya aap aisa mat sochiye.Desh ko aap ke khel ki zaroorat hai aur ye meri bhi request hai ki Retirement ka vichar bhi aap mann mein mat laayiye.@msdhoni
— Lata Mangeshkar (@mangeshkarlata) July 11, 2019
Kal bhalehi hum jeet na paaye ho lekin hum haare nahi hain.Gulzar sahab ka cricket ke liye likha hua ye geet main hamari team ko dedicate karti hun. https://t.co/pCOy7M1d1Y
— Lata Mangeshkar (@mangeshkarlata) July 11, 2019
এখানেই শেষ নয়, লতা আরও একটি টুইট করে ভারতীয় দলের পাশে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, "আমরা গতকাল জিততে পারিনি ঠিকই, কিন্তু হারিনি। গুলজার শাহেবের ক্রিকেটের জন্য় লেখা একটা গান আমি ভারতীয় দলকে উৎসর্গ করছি।'' বিশ্বকাপের আগে থেকেই একটা বিষয় শোনা গিয়েছিল, ক্রিকেটের শো-পিস ইভেন্টের পরেই সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। চলতি বিশ্বকাপেও ধোনির পারফরম্য়ান্স চূড়ান্ত সমালোচিত হয়েছে। তাঁর মন্থর ক্রিকেট আর অতিরিক্ত ডট বল খেলার প্রবণতা নিয়ে অনেকেই ধোনির ওপর আঙুল তুলেছেন। এখন ধোনির ভবিষ্য়ত নিয়েই চলছে জোর জল্পনা।