ক্রীড়াক্ষেত্রের কৃতীদের সম্মানিত করে লরিয়াস স্পোর্ট ফর গুড ফাউন্ডেশন। সেই ১৯৯৯ সাল থেকে দেওয়া হচ্ছে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস। ফি-বছর বিশ্বব্যপী অ্যাথলিটরা তাকিয়ে থাকেন এই পুরস্কারের দিকে। গত সোমবার মোনাকোয় বর্ণাঢ্য এক অনুষ্ঠানে সম্মানিত হলেন খেল দুনিয়ার তারকারা। এবছর বর্ষসেরার পুরস্কার উঠেছে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ ও জিমন্যাস্ট সিমোন বাইলসের হাতে।
সার্বিয়ান সুপারস্টার জকোভিচ অস্ত্রোপচারের পর কোর্টে ফিরেই ফুল ফুটিয়েছেন। গতবছর উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেন জেতেন তিনি। চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনেও নিজের নাম লেখান জকোভিচ। সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ীদের তালিকায় প্রথম তিনে উঠে আসেন জকোভিচ। তালিকায় সবার উপরে বিরাজমান রজার ফেডেরার। যাঁর ঝুলিতে ২০টি গ্র্যান্ড স্লাম। এরপর রয়েছেন রাফায়েল নাদাল (১৭টি), তিনে জোকার। ১৫টি গ্র্যান্ড স্লাম রয়েছে তাঁর।
একাধিক অলিম্পিক চ্যাম্পিয়ন বাইলস মাত্র ২১ বছরেই হয়ে গিয়েছেন সর্বকালের সেরা। বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে তাঁর রেকর্ড ১৪টি সোনা রয়েছে। বিশ্ব মঞ্চে সব মিলিয়ে ২০টি খেতাব জিতেছেন তিনি। অলিম্পিকের আসরে তিনি জিতেছেন চারটি স্বর্ণপদক। রাশিয়ার সেটলানা খোরকিনার সঙ্গে যুগ্মভাবে মহিলা জিমন্যাস্ট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই নজির রয়েছে তাঁর। চারবারের বিশ্ব খেতাব জয়েরও রেকর্ড রয়েছে তাঁর।
এবার কামব্যক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন গল্ফার টাইগার উডস। সমালোচকদের মুখ বন্ধ করে গতবছর ট্যুর চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতেন। এটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা জয়। উডস তাঁর কেরিয়ারের ১৪টি মেজর খেতাবের মধ্যে শেষ খেতাব জেতেন ২০০৮ ইউএস ওপেনে। ২০১৭ সালে উডসের কেরিয়ার প্রায় শেষ হয়ে যেতে বসেছিল। একাধিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় জর্জরিত হয়ে পড়েন তিনি। একাধিক অস্ত্রোপচারের পরও গল্ফ কোর্সে ফিরে আসেন তিনি।
জাপানের এক নম্বর মহিলা টেনিস তারকা নাওমি ওসাকা গত বছর যুক্তরাষ্ট্র ওপেন জিতে সকলকে চমকে দিয়েছেন। এবছরও অস্ট্রেলিয়ান ওপেন জেতেন তিনি। এবছর ব্রেকথ্রু অফ দ্য ইয়ারে ভূষিত হয়েছেন তিনি। সদ্যই অ্যালপাইন স্কিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরে অবসর নেন লিন্ডসে ভন। দুর্দান্ত কেরিয়ারের জন্য তিনি স্পিরিট অফ স্পোর্ট অ্যাওয়ার্ড পান। বিশ্বকাপ জয়ী ফ্রান্স ফুটবল দল বর্ষসেরা দলের তকমা ছিনিয়ে নিয়েছে। আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার পেয়েছেন জীবনকৃতী সম্মান।
দেখে নেওয়া যাক লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডস জয়ীদের পুরো তালিকা:
স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার: নোভাক জকোভিচ (টেনিস)
স্পোর্টসউইমেন অফ দ্য ইয়ার: সিমোন বাইলস (জিমন্যাস্ট)
কামব্য়াক অফ দ্য ইয়ার: টাইগার উডস (গল্ফ)
ব্রেকথ্রু অফ দ্য ইয়ার: নাওমি ওসাকা (টেনিস)
স্পোর্টসপার্সন অফ দ্য ইয়ার উইথ ডিস্যাবিলিটি: হেররিয়েতা ফারকাসোভা (স্কিং)
অ্যাকশন স্পোর্টসপার্সন অফ দ্য ইয়ার: কোল কিম (স্নোবোর্ডিং)
টিম অফ দ্য ইয়ার: ফ্রান্স
লরিয়াস স্পোর্টিং মোমেন্ট অফ দ্য ইয়ার: জিয়া বোউ
এক্সসেপশনল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: ইলিউড কিপচোগে (অ্যাথলেটিক্স)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: আর্সেন ওয়েঙ্গার (ফুটবল)
স্পিরিট ফর স্পোর্ট অ্যাওয়ার্ড: লিন্ডসে ভন (অ্যালপাইন স্কিং)
স্পিরিট ফর গুড অ্যাওয়ার্ড: ইউয়া (ঝাড়খণ্ডের মহিলা ফুটবল)