দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল নির্বাচন করবেন নতুন নির্বাচকরা। এমনটাই কিছুদিন আগে জানিয়ে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ সরে দাঁড়ালেও নতুন নির্বাচকদের নাম এখনও বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়নি। এর মধ্যেই বড় কেলেঙ্কারি সামনে এল।
নির্বাচক হওয়ার আবেদন পত্র পাঠিয়েছিলেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। বিসিসিআইকে পাঠানো তাঁর ইমেল-ই এবার মুছে গেল আশ্চর্যজনকভাবে। যা নিয়ে রীতিমতো তোলপাড় ভারতীয় ক্রিকেটের অন্দরমহল।
জাতীয় দলের প্রাক্তন স্পিনার নির্বাচক হওয়ার জন্যই বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিলেন। জানা গিয়েছে, আবেদনের ডেডলাইনের দু-দিন আগেই শিবরামকৃষ্ণণ নিজের বায়োডেটা পাঠিয়ে দেন সংশ্লিষ্ট ইমেল অ্যাড্রেসে। এর মধ্যেই আবেদনকারীদের খতিয়ে দেখা শুরু হয়েছিল। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। তবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের ইমেলে পাওয়া যাচ্ছে না শিবরামকৃষ্ণের পাঠানো ইমেল।
আরও পড়ুন অপহরণ করা হয়েছিলেন অশ্বিনকে, আঙুলও কেটে ফেলা হত!
বোর্ডের এক কর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, বিসিসিআই ইতিমধ্যেই ওয়েবসাইটে আবেদনকারীদের নাম জানিয়ে দিয়েছে, তাই শিবরামকৃষ্ণের ইমেল যে বাতিল হয়ে যাবে, তার সম্ভবনা নেই। তিনি বলেছেন, "শিবরামকৃষ্ণণ ২২ জানুয়ারি বিকেল ৪টে ১৬ মিনিটে ইমেল পাঠিয়েছিল। ডেডলাইন ছিল ২৪ জানুয়ারি। আসলে নির্বাচক পদে আবেদন করার জন্য বিশেষ একটি ইমেল অ্যাড্রেস নতুন করে তৈরি করা হয়েছিল। ২১জন আবেদনও করেছিলেন ওই ইমেলে।"
তিনিই এরপর অন্তর্ঘাতের ইঙ্গিত তুলে বলেছেন, "বিশেষ একটি ইমেল-ই কীভাবে মুছে যেতে পারে! যখন যিনি পাঠাচ্ছেন তিনি সঠিক ইমেলেই পাঠাচ্ছেন। কোনও বিশেষ একটি ইমেল কীভাবে সদ্য তৈরি হওয়া একটি ইমেলের স্প্য়াম ফোল্ডারে যেতে পারে। নতুন তৈরি ইমেলে কটা স্প্যাম মেসেজ ঢোকে?"
আরও পড়ুন আইপিএলে কোন কোন দিনে খেলবে কেকেআর, সূচি দেখে মিলিয়ে নিন
বোর্ড আপাতত সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে। বোর্ড জানতে আগ্রহী ইমেল কখন রিসিভ করা হয়েছিল। তারপরে কেউ ইচ্ছে করে, সেই মেল স্প্যাম ফোল্ডারে পাঠিয়ে দিয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হবে।
বোর্ডের এক সোর্স টিওআই-কে জানিয়েছেন, "এটা পরিষ্কার অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। এই বিষয়ে পূর্ণ তদন্ত হওয়া প্রয়োজন। শিবরামকৃষ্ণণের সঙ্গে ডেকে এই বিষয়ে কথা বলা উচিত। দরকার হলে ওঁর সেন্ট ইমেল-ও খতিয়ে দেখা হোক। যদি উনি বলে থাকেন ২২ তারিখে উনি ইমেল করেছেন, এবং সময় সম্পর্কেও ওয়াকিবহাল, তাহলে উনি নিশ্চয় মিথ্যা কথা বলবেন না।"
জানুয়ারি মাসে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ সরে যাওয়ার পরে একাধিক প্রাক্তন তারকা তাঁর স্থলভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে। লক্ষ্মণ শিবরামকৃষ্ণণের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতায় তিনিই ফেভারিট। তার মধ্যেই এমন বিতর্ক।