৩৩৭ রান তাড়া করে বিশ্বকাপে কেউ আজ পর্যন্ত জিততে পারেনি। ভারত পারলে ইতিহাস লিখে ফেলত। কিন্তু বিরাট কোহলি অ্যান্ড কোং-এর ইতিহাসে নাম লেখা হলো না। ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরেই চলতি বিশ্বকাপে অপরাজেয় তকমাটা উঠে গেল তাদের। অন্যদিকে ব্রিটিশরা সেমিফাইনালের দৌড়ে জিইয়ে রাখল নিজেদের। ফের একবার প্রথম চারে উঠে আসল তারা। ভারতের হারের পর টুইটারে উঠল ঝড়। ইংল্যান্ডের প্রশংসা করলেন অনেকেই, কেউ বা প্রশ্ন তুললেন ভারতের পারফরম্য়ান্স নিয়ে।
Congratulations to England on their victory today. Must say some big batting performances from both sides. A special effort by @jaspritbumrah93 who I believe can walk into any side in the world. #ICCCWC2019
— Sachin Tendulkar (@sachin_rt) June 30, 2019
আরও পড়ুন: কোহলির চোখে ভিলেন এজবাস্টন, এবারও ধোনির পাশেই তিনি
Congratulations England on playing better cricket today.
Tough luck India #INDvENG— Virender Sehwag (@virendersehwag) June 30, 2019
So only the third defeat for India in a 50 over World Cup match after the 2007 WC exit. Congratulations to England on a clinical win. Well played @jbairstow21 #INDvENG
— VVS Laxman (@VVSLaxman281) June 30, 2019
Lots have said, ‘the team that beats India, will win the CWC’...
— Kevin Pietersen???? (@KP24) June 30, 2019
306 All Out has a better ring to it than 306/5 while chasing 338. Every team drops a game or two in the World Cup. Today was that game for India. #CWC19 #EngvInd
— Aakash Chopra (@cricketaakash) June 30, 2019
Disappointing finish. A run-a-ball partnership can't win games. Was exciting till Pandya was in.
— Harsha Bhogle (@bhogleharsha) June 30, 2019
ম্য়াচের পর সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেছেন, প্রথম ১০ ওভার আর শেষ ৬ ওভারই ফারাক গড়ে দিয়েছে। সৌরভ আশাবাদী যে ভারত এই হার খতিয়ে দেখে ঘুরে দাঁড়াবে। এই বিশ্বকাপে ভারতের দুরন্ত ফর্মের কথাই বলেছেন তিনি। সৌরভের সংযোজন, “আমি খুশি হতাম যদি ভারত ৩০০ রানে অলআউট হয়ে যেত। এরকম পরিস্থিতি ভবিষ্য়তেও আসতে পারে। কিন্তু শেষ ১০ ওভারে সাফল্যের রাস্তা খুঁজে বার করতেই হবে।”