Advertisment

ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর কী বলছেন কিংবদন্তিরা?

৩৩৭ রান তাড়া করে বিশ্বকাপে কেউ আজ পর্যন্ত জিততে পারেনি। ভারত পারলে ইতিহাস লিখে ফেলত। কিন্তু বিরাট কোহলি অ্যান্ড কোং-এর ইতিহাসে নাম লেখা হলো না।

author-image
IE Bangla Web Desk
New Update
Legendary cricketers reacts as India lost their first match under debatable circumstances against England

ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর কী বলছেন কিংবদন্তিরা?

৩৩৭ রান তাড়া করে বিশ্বকাপে কেউ আজ পর্যন্ত জিততে পারেনি। ভারত পারলে ইতিহাস লিখে ফেলত। কিন্তু বিরাট কোহলি অ্যান্ড কোং-এর ইতিহাসে নাম লেখা হলো না। ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরেই চলতি বিশ্বকাপে অপরাজেয় তকমাটা উঠে গেল তাদের। অন্যদিকে ব্রিটিশরা সেমিফাইনালের দৌড়ে জিইয়ে রাখল নিজেদের। ফের একবার প্রথম চারে উঠে আসল তারা। ভারতের হারের পর টুইটারে উঠল ঝড়। ইংল্যান্ডের প্রশংসা করলেন অনেকেই, কেউ বা প্রশ্ন তুললেন ভারতের পারফরম্য়ান্স নিয়ে।

Advertisment

আরও পড়ুন: কোহলির চোখে ভিলেন এজবাস্টন, এবারও ধোনির পাশেই তিনি


ম্য়াচের পর সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেছেন, প্রথম ১০ ওভার আর শেষ ৬ ওভারই ফারাক গড়ে দিয়েছে। সৌরভ আশাবাদী যে ভারত এই হার খতিয়ে দেখে ঘুরে দাঁড়াবে। এই বিশ্বকাপে ভারতের দুরন্ত ফর্মের কথাই বলেছেন তিনি। সৌরভের সংযোজন, “আমি খুশি হতাম যদি ভারত ৩০০ রানে অলআউট হয়ে যেত। এরকম পরিস্থিতি ভবিষ্য়তেও আসতে পারে। কিন্তু শেষ ১০ ওভারে সাফল্যের রাস্তা খুঁজে বার করতেই হবে।”

Sachin Tendulkar VVS Laxman Sourav Ganguly Cricket World Cup
Advertisment