scorecardresearch

বড় খবর

চিরঘুমের দেশে সুরজিৎ সেনগুপ্ত! বন্ধু সুভাষের পথেই হাঁটলেন কিংবদন্তি

সুরজিৎ সেনগুপ্ত প্রয়াত হলেন। ভারতীয় ফুটবল জগতে ফের নক্ষত্রপতন ঘটল।

চিরঘুমের দেশে সুরজিৎ সেনগুপ্ত! বন্ধু সুভাষের পথেই হাঁটলেন কিংবদন্তি

অবশেষে থামল লড়াই। চিরঘুমের দেশে পাড়ি দিলেন ময়দানি ফুটবলের অন্যতম নায়ক সুরজিৎ সেনগুপ্ত। কয়েকদিন আগেই প্রয়াত হয়েছিলেন সুভাষ ভৌমিক। বন্ধুর দেখানো পথেই এবার পা বাড়ালেন সুরজিৎ সেনগুপ্তও।

করোনা আক্রান্ত হয়ে গত জানুয়ারির ২৩ তারিখে ভর্তি হয়েছিলেন বাইপাসের এক হাসপাতালে। প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও গত এক সপ্তাহ ধরে পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছিল। শেষ পর্যন্ত যাবতীয় লড়াই চালিয়ে না দেখার দেশে চলে গেলেন কিংবদন্তি এই ফুটবলার।

আরও পড়ুন: আদ্যন্ত ইস্টবেঙ্গল ফ্যান বাপ্পিদার মোহনবাগানি ‘থিম সং’ চান অঞ্জন মিত্র! সফল হয়নি সেই প্ল্যানিং

ময়দানি ফুটবলে তিন প্রধানেই খেলেছেন। ১৯৭৩-এ মোহনবাগান পর্বের মাধ্যমে যাঁর সূত্রপাত। তারপরে ইস্টবেঙ্গলের নেতৃত্বও দেন। পরের দিকে মহামেডানের সাদা-কালো জার্সিতেও দেখা গিয়েছিল তাঁকে।

১৯৭০-এ যে ভারতীয় দল এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল, সেই বন্দিত স্কোয়াডের সদস্য ছিলেন তিনি। ১৯৭৫-এ আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল মোহনবাগানকে চূর্ণ করেছিল ৫-০ ব্যবধানে। সেই রূপকথার ডার্বির প্ৰথম গোল এসেছিল সুরজিৎ সেনগুপ্তের পা থেকে।

আরও পড়ুন: অমিত কুমারের সঙ্গে লতার ডুয়েট ইস্টবেঙ্গল মাঠে! এখনও অমলিন লাল-হলুদ সেই স্মৃতি

১৯৭০ থেকে ১৯৭৬ টানা ছয়বার ইস্টবেঙ্গল কলকাতা ফুটবল লিগ জিতে ইতিহাস গড়ে। সেই বিরল নজিরের অন্যতম কারিগর ছিলেন এই নক্ষত্র। ব্যক্তিগতভাবে সুরজিৎ সেনগুপ্ত দুই প্রধানের জার্সিতে ছয়বার আইএফএ শিল্ড জেতেন। ডুরান্ড কাপ জেতেন তিনবার।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Legendary footballer surajit sengupta passes away