Advertisment

ভিডিও: লেস্টার সিটি ৯-০ গোলে গুঁড়িয়ে দিল সাউথ্য়াম্পটনকে, রেকর্ডের ছড়াছড়ি ম্য়াচে

শুক্রবার প্রিমিয়র লিগে ইতিহাস লিখেছে লেস্টার সিটি। তারা ৯-০ গোলে সাউথ্য়াম্পটনকে উড়িয়ে দিয়েছে তাদেরই ঘরের মাঠে সেন্ট মেরি'স স্টেডিয়ামে।

author-image
IE Bangla Web Desk
New Update
Leicester City beat Southampton 9-0

লেস্টার সিটি ৯-০ গোলে গুঁড়িয়ে দিল সাউথ্য়াম্পটনকে, রেকর্ডের ছড়াছড়ি ম্য়াচে (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)

শুক্রবার প্রিমিয়র লিগে ইতিহাস লিখেছে লেস্টার সিটি। তারা ৯-০ গোলে সাউথ্য়াম্পটনকে উড়িয়ে দিয়েছে তাদেরই ঘরের মাঠে সেন্ট মেরি'স স্টেডিয়ামে।

Advertisment

জেমি ভার্ডি ও আয়োজ পেরেজের জোড়া হ্য়াটট্রিকে ব্র্য়ান্ডন রজার্সের টিম লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১০ ম্য়াচে ২০ পয়েন্ট নিয়ে লিভারপুলের পরেই তারা। শুধু ৯-০ গোলের রেকর্ড হয়নি। এই ম্য়াচ দেখেছে একাধিক রেকর্ড। রইল বাছাই করা কয়েকটি।

১) লেস্টার সিটির ৯-০ গোলের জয় শুধুই প্রিমিয়র লিগের ইতিহাসে অ্য়াওয়ে দল হিসাবে সবচয়ে বড় জয় নয়, ১৩১ বছরের ইতিহাসে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় যুগ্মভাবে সবচেয়ে বড় জয়।

২) ২০১৯-২০ মরসুমে ১০ ম্য়াচে ২০ পয়েন্ট নিয়ে লেস্টার দুয়ে এসেছে। ঘটনাচক্রে ২০১৫-১৬ মরসুমে লেস্টার যখন প্রিমিয়র লিগ চ্য়াম্পিয়ন হয়েছিল তখনও তারা প্রথম ১০ ম্য়াচের পর ২০ পয়েন্ট তুলে এনেছিল। এটাই তাদের দ্বিতীয় বড় পয়েন্ট ট্য়ালি কোনও সর্বোচ্চ প্রতিযোগিতার একক মরসুমে।

আরও পড়ুন: ISL 2019: যুবভারতীতে গোলের ঝড়, এটিকের রেকর্ডে দুঃস্বপ্নের অভিষেক হায়দরাবাদের

৩) ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ১৯৯৫ সালের মে মাসে ইপসউইচকে ওল্ড ট্র্যাফোর্ডে ৯-০ গোলে হারিয়েছিল। কিন্তু তারা ঘরের মাঠে জিতেছিল। কিন্তু লেস্টার অ্যাওয়ে জয় ছিনিয়ে আনল।

৪) প্রিমিয়র লিগের ইতিহাসে লেস্টার দ্বিতীয় দল, যাদের জোড়া ফুটবলার জোড়া হ্য়াটট্রিক করল এক ম্য়াচে। এর আগে ২০০৩ সালের মে মাসে প্রথম দল হিসাবে আর্সেনালে জার্মেইন পেনান্ত ও রবার্ট পাইরেস এক ম্য়াচে জোড়া হ্য়াটট্রিক করেছিল। আর্সেনালও হারিয়েছিল সাউথ্য়াম্পটনকে।

৫) আর্জেন্তাইন স্ট্রাইকার পেরেজের আগের হ্যাটট্রিকটি করেছিলেন এই সাউথ্য়াম্পটনের বিরুদ্ধেই। প্রিমিয়র লিগের প্রথম খেলোয়াড় হিসাবে তিনি একই দলের বিরুদ্ধে জোড়া হ্যাটট্রিক করলেন। ২০১২ সালে লিভারপুলের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ নরউইচ সিটির বিরুদ্ধে এই কীর্তি স্থাপন করেছিলেন।

৬) ম্য়াঞ্চেস্টার সিটির পর লেস্টার দ্বিতীয় দল যারা ইপিএলে অ্যাওয়ে ম্য়াচের প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে গিয়েছিল। এর আগে সিটিজেন্স ২০১০ সালের এপ্রিলে বার্নলে বিরুদ্ধে এই নজির গড়েছিল।

Football
Advertisment