ফুটবলমহলে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত লেস্টার সিটির মালিক ভিচাই শ্রীবদ্ধনপ্রভা। শনিবার রাতে লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামের বাইরে হেলিকপ্টার ভেঙে পড়ায় প্রাণ হারালেন তিনি। এই মর্মান্তিক দুর্ঘটনায় শ্রীবদ্ধপ্রনভা ছাড়াও আরও চার জন প্রয়াত হয়েছেন। লেস্টারের পক্ষ থেকেই ৬০ বছরের থাইল্যান্ডের ব্য়বসায়ী ভিচাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
— Leicester City (@LCFC) October 28, 2018
১৯৫৭ সালের ৩ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জন্মগ্রহণ করেন ভিচাই। তাঁর আসল নাম ভিচাই রাকশ্রিয়াকসর্ন।২০১৩ সালে ভিচাইকে ‘শ্রীবদ্ধনপ্রভা’ নামটি দেন থাইল্যান্ডের তদানীন্তন রাজা ভূমিবোল আদুলিয়াদেজ। দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য়ই ভিচাই শ্রীবদ্ধনপ্রভা নামে ভূষিত হন। যার অর্থ “ মঙ্গলময় সমৃদ্ধির আলো”
আরও পড়ুন: মেসিকে ছাড়াই রিয়ালকে পাঁচ গোল, দলের জন্য গর্বিত হ্যাটট্রিক হিরো সুয়ারেজ
Everyone at #MUFC is deeply saddened to learn that the Leicester City chairman and four fellow passengers have lost their lives following last night's tragic incident. Our deepest condolences are with their families, friends and those connected to the club.
— Manchester United (@ManUtd) October 28, 2018
Liverpool Football Club statement: https://t.co/0nEHs4qz4A pic.twitter.com/TJS0YUxQXR
— Liverpool FC (@LFC) October 28, 2018
We would like to send our sincere condolences to the family of Vichai Srivaddhanaprabha and to the other families affected at this sad and tragic time.https://t.co/zefq12ngU4
— West Ham United (@WestHamUtd) October 28, 2018
১৯৫৯ সালে ব্যাংককের ডাউনটাউনে শুল্ক মুক্ত দোকান কিং পাওয়ার চালু করেন তিনি। নিজে দুর্দান্ত পোলো খেলতন। ১৯৮৮ সালে থাইল্যান্ড পোলো প্রতিষ্ঠা করেন তিনি। এরপর ব্যাংককের ভিআর পোলো ক্লাবের মালিকানা নেন তিনি। ২০০৮-২০১২ পর্যন্ত লন্ডনের হ্যাম পোলো ক্লাবের সভাপতি পদে বহান ছিলেন ভিচাই। ২০১১-র ফেব্রুয়ারি মাসে ভিচাই ক্লাবের লেস্টার সিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। সেসময় তিনি থাইল্যান্ডের এশিয়া ফুটবল ইনভেস্টমেন্টস কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত। মিলান মান্দারিকের জুতোয় পা গলান ভিচাই। মান্দারিক নভেম্বরে ক্লাব ছেড়ে শেফিল্ড ওডয়েনেসডে’র দায়িত্ব নেন। লেস্টারের ঘরের মাঠের নাম ছিল ওয়াকার্স স্টেডিয়াম। ভিচাই আসার পর নাম বদলে কিং পাওয়ার স্টেডিয়াম হয়। ভিচাই আসার পরেই লেস্টার প্রিমিয়র লিগ খেলার যোগ্যতা অর্জন করে। ২০১৫-১৬ মরসুমে ক্লডিও রানেইরির কোচিংয়ে ভিচাইয়ের ক্লাব প্রিমিয়র লিগ জিতে ইতিহাস লিখেছিল। ভিচাই বেলজিয়ামের ফুটবল ক্লাব ওএইচ লিউভেন কেনেন। মৃত্যুকালে ভিচাই স্ত্রী ও চার ছেলেকে রেখে গেলেন।