এমবাপে ধারেকাছেই নেই মেসির! ফিফার সেরার সেরা পুরস্কার বিশ্বকাপজয়ী মহানায়ককেই

ফিফার বর্ষসেরা সম্মান ফের মেসিকেই।

এমবাপে ধারেকাছেই নেই মেসির! ফিফার সেরার সেরা পুরস্কার বিশ্বকাপজয়ী মহানায়ককেই

বিশ্বকাপ জয়ের পর আরও একবার মেসি টেক্কা দিলেন ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেকে। সোমবার ফিফার বর্ষসেরা পুরস্কারে ফের একবার সম্মানিত হলেন মেসি। টানা দু-বছর মহিলাদের ফুটবলে ফিফার বর্ষসেরা হলেন আলেক্সিয়া পুতেয়াস।

গত বছর কাতারে কিলিয়ান এমবাপের ফ্রান্সের বিরুদ্ধে মেসি ম্যাজিকে ভর করে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর। তারপর ফিফার বর্ষসেরার তালিকায় মেসির সঙ্গেই বাছাই তালিকায় ছিলেন কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জিমারা। তবে দুই ফরাসি তারকাকে টেক্কা দিয়ে সপ্তমবারের মত ফিফার সেরা হলেন মেসি। গত ১৪ বছরে সাতবারই এই পুরস্কার উঠল মেসির হাতে।

বিশ্বকাপের বিশ্বের ২১১টি সদস্য দেশের কোচ, সাংবাদিক এবং ফুটবলারদের বাছাইয়ে সেরা তিন বাছাই তালিকায় ছিলেন মেসি, এমবাপে এবং বেঞ্জিমা। সেই সঙ্গে এই বাছাই তালিকায় অনলাইনে অংশ নেন সমর্থকরাও।

এমবাপে এখনও ফিফার বর্ষসেরা পুরস্কারের অপেক্ষায়। ব্যালন ডি’অর জেতেননি একবারও। তবে বিশ্বকাপের ফাইনালে সোনার বলের মালিক হয়েছিলেন ফরাসি সুপারস্টার।

এর আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি বর্ষসেরা ম্যানেজারের পুরস্কার জিতেছিলেন। স্কালোনির সঙ্গেই বর্ষসেরা কোচের লড়াইয়ে ছিলেন রিয়েল মাদ্রিদের কার্লো আনসেলত্তি এবং ম্যান সিটির পেপ গুয়ার্দিওলা। তবে দুই বিদগ্ধ কোচকেও টেক্কা দিলেন মেসির জাতীয় দলের কোচ। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্কালোনি আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ২০১৮-য়। তবে প্রথমে তিনি সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন পেশাদারি ফুটবল ক্লাবে কোচিং অনভিজ্ঞতার জন্য। সোমবারেই স্কালোনির সঙ্গে আর্জেন্টিনীয় ফুটবল সংস্থা আবার চুক্তির মেয়াদ বাড়ালো ২০২৬ পর্যন্ত।

প্যারিসের এই ইভেন্টে প্রয়াত কিংবদন্তি পেলেকে বিশেষ সম্মান জানানো হল। কোলন ক্যান্সারে ভুগে গতবছরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ ফুটবলার। পেলের স্ত্রী মার্সিয়া আওকির হাতে একটা গ্রেটেস্ট এভার ফুটবলারকে সম্মান সূচক ট্রফি তুলে দেন অন্য এক ব্রাজিলীয় গ্রেট রোনাল্ডো। তিনি অশ্রুসিক্ত গলায় পুরস্কার মঞ্চে বলে দেন, “ঈশ্বরকে জানানোর জন্য তিনটে শব্দ রয়েছে। যে আমাদের এডসনকে দিয়েছেন, এডসনকে যে পেলে দিয়েছেন, এবং গোটা বিশ্ব যা পেলেকে এত সুন্দরভাবে সম্মান জানিয়েছে, কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Lionel messi alexia putellas karim benzema emiliano martinez fifa best players award

Next Story
মেসির ৭০০, এমবাপের ২০০! PSG-র জার্সিতে দুই তারকার রেকর্ডের বন্যা রবিবার রাতে
Exit mobile version