মেসি মাঠে নামা মানেই রেকর্ডের বন্যা বয়ে যাওয়া। রবিবার ফ্রান্সের দ্য ক্ল্যাসিক-এও তার ব্যতিক্রম হল না। মার্সেইয়ি ম্যাচে গোল করে চুরমার করে দিলেন একের পর এক রেকর্ডের সৌধ। স্তদে ভেলদর্ম-এ মুখোমুখি হয়েছিল পিএসজি এবং মার্সেইয়ি। সেই ম্যাচেই কেরিয়ারের ৭০০তম গোলের নজির গড়ে ফেললেন মহাতারকা। পিএসজিও ৩-০ গোলে হারাল লিগা ওয়ানের চিরপ্রতিদ্বন্দ্বীদের।
ম্যাচের মাত্র ২৫ মিনিটেই পিএসজি লিড নিয়েছিল। মেসির মার্সেইয়ির মাঝমাঠ ভেঙেচুরে পাস বাড়িয়েছিলেন এমবাপেকে। সেই থ্রু বল ধরে ফার পোস্টের জালে বল জড়াতে ভুল করেননি এমবাপে। মেসি-এমবাপে যুগলবন্দিতেই আসে দ্বিতীয় গোল। এবার এমবাপের ক্রস থেকে ট্যাপ ইন করে গোল করে যান আর্জেন্টাইন মাস্টার। এই নিয়ে পিএসজির জার্সিতে ২৮তম গোল হয়ে গেল মেসির। বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২ গোল। সবমিলিয়ে ৮৪০ ম্যাচে গোল ৭০০। প্রতি ১.২ ম্যাচ পিছু মেসির নামের পাশে একটি করে গোল। রবিবার গোল করার পাশাপাশি দুটো এসিস্টও করেন তিনি।
প্রথমার্ধে ২-০ থাকার পর দ্বিতীয়ার্ধে এমবাপে মেসির পাস থেকে দুর্ধর্ষ ভলিতে ৩-০ করে যান। মেসির ৭০০ গোলের সঙ্গে এমবাপেরও পিএসজির জার্সিতে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ২০০ গোল হয়ে গেল। ক্লাবের হয়ে এতদিন সবথেকে বেশি গোলের রেকর্ড ছিল এডিনসন কাভানির। এদিন কাভানিকে ছুঁয়ে ফেললেন এমবাপে।
এর আগে ফ্রেঞ্চ কাপে মার্সেইয়ির কাছে ১-২ গোলে হারতে হয়েছিল পিএসজিকে চলতি মাসেই। তবে রবিবার সেই হারের প্রতিশোধ নিয়ে গেল পিএসজি। লিগে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ির থেকে পিএসজি আপাতত এগিয়ে গেল ৮ পয়েন্টে।
Read the full article in ENGLISH