scorecardresearch

পরিবার, সুটকেস নিয়ে বার্সেলোনায় মেসি! PSG-তে কি একদমই অতীত হয়ে গেলেন মহাতারকা

পিএসজির সঙ্গে কি তাহলে সম্পর্ক শেষ মেসির

পরিবার, সুটকেস নিয়ে বার্সেলোনায় মেসি! PSG-তে কি একদমই অতীত হয়ে গেলেন মহাতারকা

লিওনেল মেসি ১৫ টি স্যুটকেস সমেত পরিবারের সঙ্গে বার্সেলোনায় চলে এলেন। এতেই ক্যাম্প ন্যুতে এলএম১০-এর সম্ভাব্য প্রত্যাবর্তনের গুজব আবারও দাবানল হয়ে উঠল।

পিএসজিতে মেসির চুক্তির মেয়াদ জুনে শেষ হওয়ার কথা। তবে আগামী মরশুমে মেসির গন্তব্য কোথায় হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়।

স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, মেসি এই সপ্তাহান্তেই বার্সেলোনায় ফিরেছেন। সঙ্গে রয়েছে তাঁর পরিবার এবং ১৫টি স্যুটকেস। আগামী রবিবার পর্যন্ত আবার পিএসজির ম্যাচ নেই।

বার্সেলোনা সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে পুনরায় সই করতে আগ্রহী। তবে মহাতারকার সঙ্গে চুক্তি পাকা করতে সর্বাগ্রে নিজেদের আর্থিক সমস্যাগুলি কাটিয়ে উঠতে হবে কাতালান ক্লাবটিকে। পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার সই করার আগে তাঁদের অবশ্যই ১৭৮ মিলিয়ন ইউরো জোগাড় করতে হবে। কারণ লা লিগায় আপাতত বার্সার আর্থিক পরিস্থিতি কড়াভাবে নজরে রাখা হচ্ছে।

যদিও এল মুন্ডো দেপোর্তিভোর রিপোর্ট অনুযায়ী, বার্সেলোনায় তার সম্ভাব্য প্রত্যাবর্তনের সঙ্গে তাঁর ভ্রমণের কোনও সম্পর্ক নেই।

বলা হচ্ছে, মেসির এই সফর বার্সেলোনার উৎসব সেন্ট জর্দির সঙ্গে সম্পর্কিত। এই দিন গোটা শহর দর্শনার্থী, গোলাপ এবং বইয়ের স্টলে ভরে ওঠে। মেসি এই উৎসব উপভোগ করতেই ছুটির মেজাজে চলে এসেছেন।

বার্সেলোনা সম্প্রতি মেসির বাবা এবং এজেন্ট জর্জের সঙ্গে কথা বলেছিল। মেসির প্রত্যাবর্তনের নিয়ে প্রশ্নের মুখে ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা আত্মবিশ্বাসী হয়েই সদর্থক বার্তা দিয়েছিলেন।

“আমরা চেষ্টা চালাচ্ছি। মেসি নিজেও জানে বার্সার দরজা ওঁর জন্য সবসময় খোলা। ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি। ও বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।” বলেছিলেন লাপোর্টা।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Lionel messi arrives in barcelona sparks camp nou possible return rumour