পিএসজি সমর্থকরা আগে থেকেই ঠিক করে এসেছিল, মাঠে মেসি নামলেই অসম্মানের ধ্বনিতে ভরিয়ে দেওয়া হবে গ্যালারি। সেটাই হল। পিএসজি আল্ট্রাস সমর্থকরা বলেই দিয়েছিলেন, নিজের বেতন অনুযায়ী পারফরম্যান্স করতে পারছেন না মেসি। তাই রবিবার রেঁনে ম্যাচে স্টেডিয়াম থেকেই ব্যঙ্গ বিদ্রূপে ভরিয়ে দেওয়া হবে। সেটাই হল। মেসিকে যেমন চরম অপমানিত হতে হল মাঠে নেমে। সেই ম্যাচেই আবার পিএসজি রেঁনে-র কাছে ০-২ গোলে বিধ্বস্ত হল।
ম্যাচের শেষে এমবাপে সহ বাকি পিএসজি তারকাদের দেখা যায় হারের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইছেন। তবে সেই সময় মেসি মাঠে ছিলেন না। সোজা টানেল দিয়ে ড্রেসিংরুমের পথে হাঁটা লাগান তিনি। এমনটাই জানিয়েছে প্রচারমাধ্যম ক্লারিন।
আরও পড়ুন: PSG-কে লজ্জা উপহার দিল রেঁনে! ঘরের মাঠে শোচনীয় হার মেসি-এমবাপেদের
ম্যাচের আগে লাইনআপ ঘোষণার সময় এমবাপে সমর্থকদের অভিবাদন জানান। যদিও মেসি সেরকম কিছু করেননি। ক্লারিনে বলা হয়েছে, মেসির নামে সেই সময় থেকেই বিদ্রুপাত্মক হুইশল দিতে থাকেন সমর্থকরা।
পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের ম্যাচের পর বলে দেন, "গোল হজম করেও আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিলাম। তবে স্টিভ মান্দান্দা দ্বিতীয়ার্ধে দুটো দুরন্ত সেভ করে গেল। আমি দলের খেলায় মোটেই সন্তুষ্ট নই। তবে এত ফুটবলার চোট-আঘাতে যে আমরা আগে থেকেই জানতাম ম্যাচটা কঠিন হতে চলেছে।"
আরও পড়ুন: মেসির সঙ্গে এই দুর্ব্যবহার দুঃখজনক, বার্সায় ফিরে আসুক! কিংবদন্তির জন্য টোপ ফেললেন স্প্যানিশ তারকা
যাইহোক, ম্যাচে অপমানিত হতে হলেও মেসির জন্য অবশ্য দিনের শেষে ভালবাসাও বরাদ্দ ছিল। স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জো ইনস্টাগ্রামে এক ছবি প্রকাশ করেছেন। যেখানে মেসিকে দেখা যাচ্ছে ফাদার্স ডে উপলক্ষ্যে মেসিকে আলিঙ্গন করে রয়েছে তাঁদের তিন পুত্র- থিয়াগো, মাতেও এবং সিরো।
Read the full article in ENGLISH