/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/lionel-messi.jpg)
কয়েকদিন আগেই বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনীয় সতীর্থদের সঙ্গে বুয়েন্স আয়ার্সে জোড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে এসেছেন পানামা এবং কুরাকাওয়ের বিপক্ষে। তবে পিএসজির সঙ্গে মেসির যেন বনিবনা হচ্ছেই না। লিয়নের কাছে পিএসজি ফের একবার মেসির উপস্থিতিতে হেরে গেল লিগ ওয়ানে। আর তারপর পিএসজি দর্শকরা ব্যঙ্গ-বিদ্রূপে পুনরায় অপমান করলেন এলএম-১০'কে।
লিয়ন ম্যাচে একদমই ছন্দে ছিলেন না মহাতারকা। বল দখলের লড়াইয়ে ২৬ বল হারলেন বিপক্ষ ফুটবলারদের কাছে। পিএসজির হোম গ্রাউন্ডে খেলা ছিল। আর পার্ক দ্যা প্রিন্সেস-এ মেসির নাম লাউডস্পিকারে ঘোষণা করার পরেই স্টেডিয়ামের ওপরের টায়ার থেকে একশ্রেণির দর্শক ব্যঙ্গাত্মক ধ্বনি করতে থাকে। মেসি নাকি বার্সায় ফিরছেন। এমন জল্পনা চাউর হতেই পিএসজি সমর্থকদের একাংশের কাছে মেসি এখন কার্যত ভিলেনে পরিণত হয়েছেন। আগামী জুনেই ৩৬-এ পা দিচ্ছেন মেসি। আর চলতি সিজনের শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তাঁর।
Otra vez pitos a Messi en el Parque de los Príncipes. La fractura con la grada es incuestionable a estas alturas de la temporada, acrecentada por los rumores de su posible vuelta a Barcelona.#Messi#PSGpic.twitter.com/H2E7rnl0RI
— Dani Gil (@danigilopez) April 2, 2023
গোটা ঘটনায় বিরক্ত ফ্রান্সেরই কিংবদন্তি স্ট্রাইকার থিয়েরি অরি। তিনি মেসিকে পুনরায় বার্সায় দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন। তিনি জানাচ্ছেন, "ফরাসি চ্যাম্পিয়নশিপে ওঁকে দেখতে পেয়ে ভালোই লাগছে। (২৪ লিগ ম্যাচে) ১৩ টা এসিস্ট, ১৩ গোল- যতই ব্যঙ্গ করা হোক না কেন, মাথায় রাখতে হবে আমরা বিশ্বের সেরা ফুটবলারকে নিয়ে আলোচনা করছি। ওঁকে ব্যঙ্গ-বিদ্রুপ করা হচ্ছে, জানতে পেরে খারাপ-ই লাগছে। ওঁর ছেড়ে যাওয়া উচিত এই ক্লাব। স্রেফ ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসার জন্যই ও এখনও এখানে রয়েছে।"
আরও পড়ুন: PSG-র সঙ্গে মেসির ডিভোর্স হচ্ছেই, বিরাট আপডেটে তোলপাড় বিশ্বফুটবল
কোচ গ্যালতিয়েরও মেসির পাশে দাঁড়িয়েছেন। বলে দিয়েছেন, "মেসি-এমবাপের মত ফুটবলারদের কাছে সবসময় প্রত্যাশা থাকে, ওঁরা কঠিন পরিস্থিতিতে জ্বলে উঠবে। মেসি সবসময়ই চেষ্টা করে যায়। সবসময় যে সফল হয় এমনটা নয়। তবে মেসির পাশে বাকিদেরও ভালো খেলতে হবে। ম্যাচে বরাবর ও প্রভাব ফেলতে চায়- কিছু পাস দেওয়া, কিছু সিচ্যুয়েশন তৈরি করা। এদিন ওঁর টেকনিক্যাল প্লে-তে কিছু লিঙ্ক আপের সমস্যা ছিল। তবে এই ব্যঙ্গ-বিদ্রুপ ওঁর প্রাপ্য নয়। ও দলের হয়ে যেত গোল, এসিস্ট করে।"
Read the full article in ENGLISH