বড়সড় দাবিতে বিতর্কের ঝড় তুলে দিলেন মেসির ভাই ম্যাতিয়াস। বিরাট মন্তব্যে তিনি জানিয়ে দিলেন, যদি বার্সেলোনার বর্তমান হুয়ান লাপোর্তাকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে মেসি বার্সেলোনায় ফিরে আসবে।
ভাইরাল হওয়া এক ভিডিওয় মেসির ভাইকে বলতে শোনা যাচ্ছে, "খবরই কাগজের এক কাটিংয়ে লেখা রয়েছে, মেসি নাকি বার্সেলোনায় ফিরবে। ওঁর তলায় আমি 'হাহা' দিলাম। আমরা আর বার্সেলোনায় ফিরব না। যদিও আমরা যাই, তাহলে বেশ কয়েকজনকে তাড়াতে হবে। তাঁদের মধ্যে অন্যতম লাপোর্তা। মেসি ক্লাবের জন্য এতকিছু করার পরেও যিনি অকৃতজ্ঞ রয়ে গিয়েছেন।"
আরও পড়ুন: এমবাপে নেই, হেরে বিদায় PSG-র! অপূর্ণ সুপারফ্লপ মেসির ফ্রেঞ্চ কাপ জয়ের স্বপ্ন
"বার্সেলোনার মানুষজন মোটেই ওঁকে সমর্থন করেনি। ওখানকার মানুষের উচিত ছিল ওঁর বিরুদ্ধে একটা প্রতিবাদ মার্চ করা। লাপোর্তাকে তাড়িয়ে মেসিকে রাখা উচিত ছিল। স্প্যানিশরা বিশ্বাসঘাতক। আমি সাহসের সঙ্গে বলছি। কারণ এমন কোনও বিষয় আমরা শুনতে চাই না যা সত্যি নয়।"
২০২১-এ মেসি বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষের পর ফ্রি এজেন্ট হিসাবে পিএসজিতে যোগ দেন। দু-দশক পর ক্যাম্প ন্যু-তে কাটিয়ে প্যারিসে আসেন মহাতারকা। তার আগে লাপোর্তা প্রতিশ্রুতি দিয়েছিলেন, মেসিকে বার্সেলোনায় রাখতে পারবেন তাঁরা। যদিও আর্থিক কারণে শেষমেশ বার্সেলোনার মহাতারকার সঙ্গে চুক্তি নবীকরণ করতে পারেনি। তারপরে মেসি ক্যাম্প ন্যু ছাড়েন চোখে জল আনা প্রেস কনফারেন্স করে।
মেসির ভাই বিষ্ফোরকভাবে জানিয়ে দিয়েছেন, বিশ্বফুটবলের মানচিত্রে মেসিই বার্সেলোনাকে তুলে ধরেছেন। মেসিকে ছাড়া ক্লাব এই উচ্চতায় পৌঁছতে পারত না। "বার্সেলোনা সবার কাছে পরিচিতি পেয়েছে মেসির সৌজন্যে। তার আগে ওঁদের কেউ চিনত না। যাঁদের পক্ষে বার্সেলোনায় যাওয়া সম্ভব তাঁরা ওখানকার মিউজিয়ামে গিয়ে দেখুন, সবকিছুই মেসির।"
যাইহোক, মেসির ফ্রেঞ্চ কাপ জয়ের স্বপ্ন এবারেও অপূর্ণ থাকল। বুধবার রাতে মার্সেইয়ির বিরুদ্ধে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোয় পিএসজি হেরে বসেছে ১-২ ব্যবধানে। মেসি নজর কাড়তে পারেননি। রামোস পিএসজির হয়ে গোল করে গেলেও শেষরক্ষা হয়নি।
Read the full article in ENGLISH