/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/lionel-messi-1.jpg)
গত ডিসেম্বরে কাতারে ঐতিহাসিক বিশ্বকাপ জয় সেলিব্রেট করার জন্য বুয়েন্স আয়ার্সে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল পানামার বিরুদ্ধে। 'সামান্য' সেই ফ্রেন্ডলি ম্যাচ ঘিরেই গোটা আর্জেন্টিনা জুড়ে মেসি-ম্যানিয়া ভর করল। সেই ম্যাচেই পানামাকে ২-০ গোলে উড়িয়ে দিল আলবিসিলেস্তেরা।
বিশ্বচ্যাম্পিয়নরা গোটা ম্যাচ জুড়েই আধিপত্য নিয়ে খেললেও ৭৮ মিনিট পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি। ৭৮ মিনিটে থিয়াগো আলমাদা গোল করে যান। মেসির শট পোস্টে লেগে প্রতিহত হওয়ার পরে রিবাউন্ড থেকে আসে প্ৰথম গোল।
১০ মিনিট পরেই মেসি-ম্যাজিক। নিখুঁত ফ্রিকিকে দলের ২-০ জয় নিশ্চিত করেন। সবমিলিয়ে এটাই মেসির ৮০০ তম গোল। জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি থেকে মাত্র ১ গোল দূরে মহাতারকা।
LIONEL MESSI'S FREE KICK GOAL FOR ARGENTINA! Via @TV_Publica. 🐐🇦🇷pic.twitter.com/zZb836PEZF
— Roy Nemer (@RoyNemer) March 24, 2023
ম্যাচের পর সেলিব্রেশন চলল উত্তুঙ্গ মেজাজে। যার মধ্যমণি স্বয়ং মেসি। পুরস্কারে ভেসে গেলেন মহানায়ক। মনুমেন্টাল স্টেডিয়ামে ফুটবলাররা পরিবারের সদস্যদের নিয়ে মাঠ পরিক্রমা করলেন। হাতে থাকল বিশ্বকাপের রেপ্লিকা। রাতের আকাশ চিরে বেরিয়ে আসছিল আতশবাজির ঝলকানি।
Lionel Messi in tears 😢
What a moment as Argentina welcomes back its World Cup winners. pic.twitter.com/Pn9lHAw7uV— Football on BT Sport (@btsportfootball) March 23, 2023
কাতারে বিশ্বকাপ জয়ের মেসিদের মাঠে ফেরা উদযাপনের সাক্ষী থাকার জন্য তুঙ্গে উঠেছিল টিকিটের চাহিদা। মুদ্রাস্ফীতি স্বত্ত্বেও সমর্থকরা চড়া দামে টিকিট কিনতে পিছপা হয়নি। উন্মত্ত দর্শকদের সামাল দিতে ম্যাচের আগে স্টেডিয়ামে ফুটবলাররা পৌঁছন পুলিশ এসকর্টকে সঙ্গে নিয়ে। ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জয় সেরে রাজধানী বুয়েন্স আয়ার্সে ওপেন বাস প্যারাডের সময় নিরাপত্তাজনিত ইস্যু তৈরি হয়েছিল। এবার সেরকম অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে ম্যাচের ছয় ঘন্টা আগে ফুটবলারদের স্টেডিয়ামে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: স্বপ্নের ফ্রিকিকে ৮০০তম গোল মেসির! আর্জেন্টিনার জার্সিতে ফের জাদু মহাতারকার, দেখুন ভিডিও
A standing ovation for Lionel Messi.pic.twitter.com/uZvL1Kz6wS
— Mundo Albiceleste ⭐🌟⭐🇦🇷 (@MundoAlbicelest) March 24, 2023
গোটা স্টেডিয়ামে জুড়েই ছিল উৎসবের মেজাজ। পোপ ফ্রান্সিসের নকল করে এক ব্যক্তিকে দেখা যায় ট্রফিতে আশীর্বাদ করছেন। কচিকাঁচা সহ বড়দের গায়েও ছিল মেসির বিখ্যাত নীল-সাদা ১০ নম্বর জার্সি।
এর মধ্যেও লেগে থাকল বিতর্ক। অনেক আর্জেন্টিনীয় সমর্থকই ভুয়ো টিকিট কিনে ঠকেছেন বলে অভিযোগ ওঠে। তাঁদের বিক্ষোভ সামাল দিতে মনুমেন্টাল স্টেডিয়ামের বাইরে পুলিশ টিয়ার গ্যাসও ছোড়ে।
চলতি মাসেই পিএসজি সমর্থকদের কাছে ব্যঙ্গ-বিদ্রূপে অপমানিত হয়েছেন। তবে জাতীয় দলের হয়ে ফিরেই চেনা মেজাজে এলএমটেন। ৮৩ হাজার দর্শক ভর্তি স্টেডিয়ামে গোটা বিশ্বকে মোহিত করে গেলেন আরও একবার। সেলিব্রেশনের এই মেজাজ চলবে আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত। যেদিন মেসিরা দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে কুরাকাওয়ের বিরুদ্ধে।
Read the full article in ENGLISH