Advertisment

বিশ্বকাপ ট্রফিই এখন 'শয্যাসঙ্গিনী' মেসির, বিছানায় আদরে জড়িয়ে ধরে ঘুমোচ্ছেন প্রেমিকের মত

বিছানাতেও ট্রফি নিয়ে ঘুমোতে যাচ্ছেন লিওনেল মেসি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দোহা থেকে রোম হয়ে কাতারে পৌঁছেছেন। তারপরে দেশের লাখো লাখো সমর্থকদের সঙ্গে বিজয় উৎসবে সামিল হয়েছেন। অনেক ধকলের পর মেসি শেষমেশ বিছানায় নিজেকে ছেড়ে দিলেন। তবে ঘুমোতে যাওয়ার সময়েই রয়ে গেল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি। ট্রফিই এখন মেসির শয্যাসঙ্গিনী।

Advertisment

বিশ্বকাপ জয়ের ৪৮ ঘন্টা অতিক্রান্ত। মঙ্গলবার লিওনেল মেসি নিজের ইনস্টাগ্রামে ট্রফি সমেত নিজের ছবি পোস্ট করেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে, ট্রফি বিছানায় রেখে ঘুমানোর পোজ দিচ্ছেন কিংবদন্তি। ক্যাপশনে লিখেছেন 'বুয়েন দিয়া'।

তার আগে এদিন লাখো লাখো সমর্থক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে সমর্থন জানাতে হাজির ছিলেন বুয়েন্স আয়ার্সের এজিজা বিমানবন্দরে। রবিবার রাতে দোহার লুসেইল স্টেডিয়ামে পেনাল্টি শ্যুট আউটে আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে ফ্রান্সকে পরাস্ত করার পর থেকেই গোটা দেশে উৎসব শুরু হয়েছিল। তা এখনই সহজে থামছে না। মারাদোনার কাপ জয়ের ৩৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মেসির পায়ে।

আরও পড়ুন পায়ে লাল সুতো বেঁধেই বিশ্বকাপে ‘গ্রহের দোষ’ কাটল মেসির! চ্যাম্পিয়ন হতেই ফাঁস আসল ঘটনা

স্থানীয় সময় সকাল ৩টের সময় মেসি সহ গোটা আর্জেন্টিনা দল রাজধানী শহরে পৌঁছন। মেসি প্রথমে কাপ হাতে নিয়ে বিমান থেকে নামেন। তারপরে কোচ স্কালোনি, একে একে বাকি ফুটবলাররা, সাপোর্ট স্টাফদের নামতে দেখা যায়।প্রত্যেকের গলায় ঝোলানো সুদৃশ্য সোনার পদক।

বিমানবন্দর থেকে গোটা দল রওনা হয় আর্জেন্টিনীয় ফুটবল সংস্থার সদর দফতরে। সেখানে কয়েকঘন্টা কাটিয়ে আর্জেন্টিনা দুপুরের দিকে শহরের প্রাণকেন্দ্র অবেলিসস্কো মনুমেন্টের কাছে যান। যেখানে হাজার হাজার জনতা প্রতীক্ষমান ছিল গোটা দলের জন্য।

মেসি আগেই জানিয়েছিলেন কাতারই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। তবে জাতীয় দলের জার্সিতে এখনই অবসর নিচ্ছেন না তিনি।

Lionel Messi FIFA World Cup Argentina leo messi FIFA World Cup. Football Qatar World Cup 2022
Advertisment