/indian-express-bangla/media/media_files/2025/02/26/0hTzKYUZWWKKlsoyaaiU.jpg)
জরিমানার কবলে পড়লেন মেসি Photograph: (টুইটার)
Lionel Messi fined: লিওনেল মেসিকে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষের তরফে জরিমানা করা হয়েছে। কারণ ইন্টার মায়ামির অধিনায়কের বিপক্ষে শনিবার নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের পরে তাদের সহায়ক কর্মীর গলায় হাত দেওয়ার অভিযোগ উঠে গিয়েছে।
এই ঘটনা চেজ স্টেডিয়ামে ২-২ ড্র হওয়া ম্যাচের শেষ বাঁশির পর ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গেছে, মেসি নিউইয়র্ক সিটির সহকারী কোচ মেহদি বলুচির গলার পেছন দুইবার ধরে ঝাঁকুনি দেন। হতভম্ব বলুচি কোনো প্রতিক্রিয়া দেখাননি, আর মেসি মাঠ ছেড়ে চলে যান। এই ঘটনাটি ঘটে তখন, যখন রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে তৎক্ষণাৎ অসন্তোষ প্রকাশ করার কারণে হলুদ কার্ড দেখানো হয় মেসিকে।
এমএলএস একটি বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে মেসি লিগের "প্রতিপক্ষের মুখ/মাথা/গলায় হাত দেওয়া" নীতির লঙ্ঘন করেছেন। এদিকে, মেসির সতীর্থ লুইস সুয়ারেজকেও জরিমানা করা হয়েছে, কারণ তিনি প্রথমার্ধের উত্তপ্ত মুহূর্তে নিউইয়র্ক সিটির খেলোয়াড় বার্ক রিসার গলায় হাত দিয়েছিলেন। তর্কের সময় সুয়ারেজ তার গলায় হাত রাখেন, এরপর এনওয়াইসিএফসির স্ট্রাহিনজা তানাসিজেভিচ এসে পরিস্থিতি শান্ত করেন।
💰 Lionel Messi Gets Fined!
— Franco Panizo (@FrancoPanizo) February 25, 2025
The Inter Miami captain has been fined an undisclosed amount by MLS for “violating the hands to the face/head/neck of an opponent policy” after the 2-2 draw vs New York City FC.
NYCFC assistant coach Mehdi Ballouchy not fined.#InterMiamiCF#Messi𓃵pic.twitter.com/7PMzH0gsog
"অনেক সময় আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। ফুটবলে খেলোয়াড়দের আবেগকে বুঝতে হবে। মাঠের যা কিছু, তা মাঠেই থেকে যায়," বলে এই বিতর্ককে তেমন গুরুত্ব না দিয়ে মন্তব্য করেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।
জরিমানা সত্ত্বেও, মেসি ও সুয়ারেজ মঙ্গলবার কানসাস সিটির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে খেলেন এবং উভয়েই গোল করেন। মায়ামি ৪-১ মোট ব্যবধানে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগ জিতে নেয়।