Advertisment

মারাদোনার থেকেও মেসি বড়, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচের মন্তব্যে তুমুল চাঞ্চল্য

মারাদোনা নন, সর্বকালের সেরা মেসিই! বলে দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ স্কালোনি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপ জয়ের পর মারাদোনাকেও ছাপিয়ে গিয়েছেন লিওনেল মেসি। এমনটাই জানিয়ে দিলেন এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি। স্প্যানিশ রেডিও স্টেশন কোপ-কে মঙ্গলবার স্কালোনি জানিয়ে দিলেন, "যদি দুজনের মধ্যে একজনকে বাছতে হয়, আমি লিওকেই বাছব। ওঁর সঙ্গে আমার সম্পর্ক বরাবর স্পেশ্যাল। মারাদোনাও গ্রেট। তবে লিও সর্বকালের গ্রেটেস্ট।"

Advertisment

বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টাইনদের কাছে সম্মানের একনম্বর সিংহাসন সবসময় বরাদ্দ থাকত মারাদোনার জন্য। তবে এবার বিশ্বকাপ জয়ের পর পরিস্থিতি বদলেছে। মারাদোনার ১৯৮৬-র বিশ্বকাপ জয়কে পিছনে ফেলে ২০২২-এ শ্রেষ্ঠত্বের চূড়ায় দলকে পৌঁছে দেওয়ার পর আর্জেন্টাইনদের কাছে শ্রদ্ধার মাপসুচকে বদল আনতে বাধ্য করেছেন পিএসজি সুপারস্টার।

আরও পড়ুন: মেসি-ম্যাচে রোনাল্ডোই ক্যাপ্টেন! সৌদিতে ঝড় তোলা যুদ্ধে থাকছেন বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর নায়কও

২০১৮-য় জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়ার পর মেসির সঙ্গে প্ৰথম আলোচনা করাকে অগ্রাধিকার দিয়েছিলেন স্কালোনি, এমনটাই জানাচ্ছেন তিনি। রাশিয়া বিশ্বকাপে বিপর্যয়ের পর সেই সময়ে ফুটবল থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন মহাতারকা। স্কালোনি জানাচ্ছেন, "সর্বপ্ৰথম যে কাজ আমরা করেছিলাম, তা হল মেসির সঙ্গে ভিডিও কলে কথা বলা। আমরা ফোন করায় ও জানায় ও সম্মানিত বোধ করছে। আমরা স্রেফ ওঁকে বলি, 'ফিরে এসো, তোমার জন্য আমরা অপেক্ষা করছি।' তারপরে ও সেটাই করে। আট মাসের মধ্যেই আমরা দুর্ধর্ষ এক গ্রুপ বানিয়ে ফেলি।"

"মেসিকে কোচিং করানো মোটেই কঠিন নয়। টেকনিক্যাল পর্যায়ে ওঁকে তো ভুল ত্রুটি শুধরে দেওয়ার ব্যাপার থাকে না। তবে কখনও কখনও ওঁকে নির্দেশ দিতে হয় নির্দিষ্ট কোনও ছক অনুযায়ী আক্রমণে জোর দিতে বা অপোনেন্টকে প্রেস করতে। রক্তের সন্ধান পেলে ওই প্ৰথম ঝাঁপিয়ে পড়ে।"

আরও পড়ুন: রোনাল্ডোর জন্য বঞ্চিত সৌদির জনগণ! বন্ধ করা হল বিনোদন পার্ক

বিশ্বকাপ জয়ের পর কুৎসিত সেলিব্রেশন করে গোটা বিশ্বে সমালোচিত হয়েছেন আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজ। গোল্ডেন গ্লাভস পুরস্কার নেওয়ার পর অশ্লীল অঙ্গভঙ্গি হোক বা বাস প্যারাডের সময়ে এমবাপের পুতুল নিয়ে উদযাপন- চরম নিন্দিত হয়েছেন তারকা গোলকিপার। তবে দলের গোলকিপারের পাশেই দাঁড়াচ্ছেন কোচ স্কালোনি। বলে দিয়েছেন, "ওঁর কিছু বিষয়ে ও নিজেই হয়ত খুশি হবে না। তবে ও একজন দারুণ মানুষ। বাচ্চাদের মত ও অনেকটা। ওঁর ব্যক্তিত্ব দলের সাফল্যে অনেক অবদান রেখেছে।"

Read the full article in ENGLISH

Argentina leo messi Lionel Messi Diego Maradona
Advertisment