হ্যাটট্রিক করেও বিশ্বকাপে এমবাপে চ্যাম্পিয়ন হতে পারল না! কাটা ঘায়ে এবার নুনের ছিঁটে দিলেন মেসি

ফাইনালে এমবাপের পারফরম্যান্স নিয়ে এবার মুখ খুললেন মেসি

হ্যাটট্রিক করেও বিশ্বকাপে এমবাপে চ্যাম্পিয়ন হতে পারল না! কাটা ঘায়ে এবার নুনের ছিঁটে দিলেন মেসি

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করে গিয়েছিলেন। সেই এমবাপের প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন স্বয়ং তাঁর পিএসজি সতীর্থ লিওনেল মেসি।

বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে নামার আগে পিএসজি টিভিকে মেসি বলে দিয়েছেন, “রোমহর্ষক এক ফাইনাল হল। যেভাবে ম্যাচ এগোল, শ্বাস থামিয়ে দেওয়ার মত। কিলিয়ান ফাইনালে তিনটে অবিশ্বাস্য গোল করে গেল। তারপরেও ও চ্যাম্পিয়ন হতে পারল না। এটা পাগল করা ঘটনা।”

২০১৮-য় ফ্রান্সের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়ে গিয়েছিলেন এমবাপে। সেই বিষয় উল্লেখ করে মেসি জানিয়েছেন, “কিলিয়ান আগেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। ও চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা কেমন ভালোভাবেই জানে। বিশ্বকাপের ফাইনালও ফুটবল বিশ্বের কাছে দুরন্ত হয়ে থাকল। কিলিয়ানের সঙ্গে একই দলে খেলতে পারাটা দারুণ ব্যাপার। প্যারিসে আমরা আশা করি দুর্ধর্ষ কিছু করতে পারব।”

বার্সেলোনা থেকে এসে প্যারিসে মানিয়ে নিয়েছেন মেসি। জীবনের এই বদল নিয়ে খুল্লামখুল্লা মহাতারকা, “এখানে থাকতে পারাটা দারুণ ব্যাপার। প্ৰথম বছরে মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছিল। একাধিক কারণে। এবার নতুনভাবে সিজন শুরু করেছি। অনেক বেশি খিদে নিয়ে। ক্লাবে, এই শহরে, প্যারিস বলতে যা বোঝায় তাতে এখন অনেক বেশি স্বচ্ছন্দ আমি। আমি এই সিজন দারুণ উপভোগ করছি। মনে হয় গোটা জীবন এখানেই কেটেছে।”

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় পিএসজি ০-১ গোলে হেরে গিয়েছিল পার্ক দ্যা প্রিন্সেস-এ। এবার ফিরতি পর্বে এলিয়াঞ্জ এরেনায় নামছে বায়ার্ন এবং পিএসজি। মেসি ফিরে আসার বার্তা দিয়ে জানাচ্ছেন, “আমরা মিউনিখে যাচ্ছি। বেশ কঠিন ম্যাচ হাতে চলেছে। প্ৰথম লেগের মত। ওঁদের স্টেডিয়ামে জেতা বেশ শক্ত। ছোটখাটো বিষয় ম্যাচে ফারাক গড়ে দেবে। তবে আমরা যদি ঠিকঠাক খেলি, তাহলে ফিরে আসা সম্ভব। চ্যাম্পিয়ন্স লিগে আমরা আরও এগোতে চাই। সেটাই আমরা করার চেষ্টা করব।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Lionel messi hails astounding kylian mbappe for his fifa world cup final 2023 performance

Next Story
ঋদ্ধি-পন্থের বদলে খেলতে নেমে চরম ব্যর্থ! ভরত কি খেলবেন আহমেদাবাদ টেস্টে, বড় আপডেট রোহিতের
Exit mobile version