ব্যালন ডি'অর তো বটেই এবার ফিফার বর্ষসেরার তালিকাতেও মেসি বনাম এমবাপে দ্বৈরথ সরাসরি। শুক্রবার ফিফার তরফে বর্ষসেরার লড়াইয়ে থাকা স্বল্প বাছাইয়ের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মেসি, এমবাপে এবং করিম বেঞ্জিমা। ফিফার ২১১টি সদস্য দেশের হেড কোচ, জাতীয় দলের ক্যাপ্টেন এবং সাংবাদিকদের ভোটে সেরা তিন বাছাইয়ের নাম প্রকাশ করেছে ফিফা।
বিশ্বকাপের সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে এমবাপেকে টেক্কা দিয়েছিলেন মেসি। মেসি, এমবাপের সঙ্গেই গোল্ডেন বল পাওয়ার লড়াইয়ে ছিলেন ক্রোয়েশিয়ার ক্যাপ্টেন লুকা মদ্রিচ। বিশ্বকাপের গন্ডি পেরিয়ে মেসির সঙ্গে এমবাপেরর লড়াই এবার বর্ষসেরা হওয়ার বিষয়ে। এবার জিতলে মেসি কেরিয়ারে সপ্তমবার মহার্ঘ্য এই মুকুট পড়বেন। অন্যদিকে, এমবাপে এখনও এই পুরস্কার পাননি।
আরও পড়ুন: সৌদির ক্লাবকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন রিয়েল! রাজার মুকুট গেল ভিনিসিয়াসদের মাদ্রিদে
এর আগে এই পুরস্কারের নাম ছিল 'ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার'। তখন ফ্রান্সের ম্যাগাজিনের সঙ্গে একত্রে ব্যালন ডি'অর খেতাব দেওয়ার চল ছিল। মেসি এর আগে হাফডজনবার এই খেতাব জিতেছেন। ২০১০, ২০১১, ২০১২ জিতেছেন ব্যালন ডি'অর, তারপর ২০১৫-এ। ব্যালন ডি'অর এবং ফিফার বর্ষসেরার পুরস্কার আলাদা হয়ে যাওয়ার পর নতুনভাবে মেসি এই পুরস্কার জেতেন ২০১৯-এ।
গত দু-বছর টানা ফিফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। গত অক্টোবরে ব্যালন ডি'অর জিতেছিলেন করিম বেঞ্জিমা। গত অগাস্টে তার আগে ব্যালন ডি'অরের যে বাছাইয়ের তালিকা প্রকাশ করা হয়, তাতে মেসির নাম ছিল না। যাইহোক, বর্তমান ব্যালন ডি'অর জয়ী তারকা ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে পারেননি। তবুও তিনি ফিফার বর্ষসেরার তালিকায় জায়গা পেয়েছেন।
আরও পড়ুন: PSG-কে গোলের মালা মোনাকোর! মাঠে নেইমার, বাইরে বসে কপাল চাপড়াতে হল মেসি-এমবাপেকে
এমবাপে এখনও পর্যন্ত ব্যালন ডি'অর তো বটেই ফিফার বর্ষসেরার পুরস্কার পাননি। ২০১৮-য় ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন করার পর এমবাপে বাছাই তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছিলেন। এই পুরস্কারে তাঁর সর্বোচ্চ অর্জন বলতে এটুকুই। ২৪ বছরের তারকা গত তিন বছরে যথাক্রমে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম হয়েছেন।
Read the full article in ENGLISH