/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/messi-neymar-mbappe.jpeg)
মেসি-নেইমার-এমবাপের মত বিশ্বের সেরা তিন তারকা থাকা সত্ত্বেও বারবার হোঁচট খাচ্ছে পিএসজি। লেন্সের কাছে হার হজম করার পর লিগা ওয়ানে পিএজসি রোববার রাতে ড্র করে বসেছে রেইমসের সঙ্গে। যে ম্যাচে আবার তিন তারকা একসঙ্গে খেলেছেন। তার আগে রেঁনে-র কাছে হার হজম করতে হয়েছিল বিশ্বখ্যাত ক্লাবকে।
রবিবার রাতে মেসি-এমবাপেরা ১-১ গোলে পয়েন্ট নষ্ট করার পরেই এবার মুখ খুললেন ফরাসি সাংবাদিক। ড্যানিয়েল রিয়েলো। তিনি সরাসরি পিএসজির ট্যাকটিক্স নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন। আরএমসি স্পোর্টস-কে বলে দিয়েছেন, "কোনও কোচই তিনজনকে কোনও ফর্মেশনে একসঙ্গে খেলাতে পারবেন না। এটা অসম্ভব।"
🗣️💬 @DanielRiolo : "Aucun entraîneur au monde ne peut faire jouer les trois de devant ensemble (Messi, Neymar et Mbappé), c'est impossible !" pic.twitter.com/AdJFZDcYO8
— After Foot RMC (@AfterRMC) January 29, 2023
মেসি-নেইমার-এমবাপেকে একসঙ্গে চরম সমালোচনা, তাও আবার ফ্রান্সের বিদগ্ধ সাংবাদিকের, তোলপাড় পড়ে গিয়েছে ফ্রান্সের লিগে। ঘটনাচক্রে তিন তারকাই বিশ্বকাপে নিজেদের দেশের জার্সিতে ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়েছেন। পিএসজির হয়েও তিন তারকা দারুণ ছন্দে রয়েছেন। কিলিয়ান এমবাপে যেমন ক্লাবের জার্সিতে চলতি সিজনে ২৫ গোল করে ফেলেছেন। ২২ ম্যাচে মেসির গোলসংখ্যা ১৩টি। এসিস্ট করেছেন ১৩টি গোলের ক্ষেত্রে। নেইমার আবার পিএসজির হয়ে ১৭ গোল করেছেন এই সিজনে ২৫ ম্যাচে অংশ নিয়ে।
আরও পড়ুন: মেসি-নেইমার-এমবাপের জন্যই ডুবছে PSG! পয়েন্ট নষ্ট করতেই এবার ‘কষিয়ে চড়’ ক্যাপ্টেনের
তিন তারকা থাকলেও পিএসজি লিগা ওয়ানে জয় পেতে সমস্যায় পড়ছে বারবার। শেষ চার ম্যাচে এসেছে মাত্র একটিতে জয়। বারবার পয়েন্ট নষ্ট করার লিগে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ৩ পয়েন্টে। যে কোনও মুহূর্তে শীর্ষস্থান হাতছাড়া হতে পারে।
বিশ্বকাপ জয়ের পর প্ৰথমবার কোচ গ্যালতিয়ের একসঙ্গে প্ৰথম একাদশে নামিয়েছিলেন দলের তিন সুপারস্টার মেসি-নেইমার-এমবাপেকে। সেই ম্যাচেই পয়েন্ট খুঁইয়ে বসেছে পিএসজি।
আরও পড়ুন: বিশ্বকাপে টেনশনের ম্যাচে চরম ‘কুকীর্তি’ করেছিলেন! আক্ষেপে ভেসে নিজের ‘দোষ স্বীকার’ মেসির
দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির এসিস্ট থেকে নেইমার গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। এরপরেই মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জন হয়ে যায় পিএসজি। ১০ জনের পিএসজিই তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে ফেভারিট ছিল। তবে ৯৬ মিনিটে রেইমসের হয়ে গোলশোধ করে যান আর্সেনাল থেকে লোনে আসা তারকা ফোলারিন বলোগান।