বৃহস্পতিবার রাতে মহারণে নামছে মেসি-রোনাল্ডো। পিএসজি প্রীতি-ম্যাচে মোকাবিলা করবে আল হিলাল এবং আল নাসেরের বাছাই একাদশের বিরুদ্ধে। আর সৌদিতে অভিষেক ম্যাচেই রোনাল্ডোকে ক্যাপ্টেন করে টিম গড়ল আল নাসের-আল হিলাল।
সৌদিতে এই প্রীতি ম্যাচে রোনাল্ডো, মেসির মতই খেলতে দেখা যাবে এমবাপে, নেইমার, অচরাফ হাকিমিদের মত পিএসজি তারকাদের। সৌদির জোড়া ক্লাবের সম্মিলিত একাদশের হয়ে খেলবেন সালেম আল দাস-ওয়েরিও। যিনি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্ধর্ষ গোল করেছিলেন। সৌদির কাছে হেরে টুর্নামেন্ট অভিযান শুরু করে মেসির আর্জেন্টিনা। সৌদি আরব বনাম আর্জেন্টিনা ম্যাচে খেলা সাউদ আব্দুলহামিদও খেলবেন প্রীতি ম্যাচে।
আরও পড়ুন: মেসিদের কাছে হারের ধাক্কা সামলাতে পারলেন না, ফুটবলকে চিরবিদায় এমবাপের বিশ্বচ্যাম্পিয়ন ক্যাপ্টেনের
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার সময় সমর্থকের ফোন কেড়ে নিয়ে এফএ-র তরফে সাসপেন্ড হতে হয়েছিল রোনাল্ডোকে। সেই নির্বাসন এখনও মেটেনি। তাই রোনাল্ডো আল নাসেরের জার্সিতে সম্ভবত অভিষেক ঘটাবেন ২২ জানুয়ারি। যেদিন সৌদির লিগে আল নাসের মুখোমুখি হবে আল ইত্তেফাকের বিপক্ষে।
আল নাসের বনাম আল তায়ে ম্যাচে জিতেছিল রোনাল্ডোর বর্তমান ক্লাব। সেই ম্যাচ রোনাল্ডো বাইরে থেকেই উপভোগ করেছিলেন। জানুয়ারির ১৪-য় রোনাল্ডো খেলতে পারেননি আল শাবাবের বিপক্ষে। তবে আল নাসেরের হয়ে অভিষেক ঘটানোর আগেই সৌদিতে মহা-ম্যাচে ক্যাপ্টেনের আর্ম-ব্যান্ড পরে নেমে পড়ছেন তিনি। যে ম্যাচ ঘিরে এখন চরম উত্তেজনায় ফুটছেন সৌদির ফুটবল সমর্থকরা।