Advertisment

PSG-কে লজ্জা উপহার দিল রেঁনে! ঘরের মাঠে শোচনীয় হার মেসি-এমবাপেদের

ঘরের মাঠে প্ৰথমবার হার হজম করল পিএসজি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ঘরের মাঠে চলতি সিজনে প্ৰথমবার হার হজম করল পিএসজি। রবিবার স্তাদে রেঁনে-র কাছে হারতে হল মেসি-এমবাপের পিএসজিকে। ০-২ গোলে বিধ্বস্ত হল প্যারিসিয়ানরা।

Advertisment

লিগা ওয়ানে পিএসজি এখনও দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে এবং ফ্রেঞ্চ কাপে গত ফেব্রুয়ারিতে মার্সেইয়ির কাছে হেরে ছিটকে গিয়েছে পিএসজি।

তাই এই মুহূর্তে লিগা ওয়ান জেতার জন্য চাপ রয়েছে পিএসজির কাছে। আর রবিবারের ম্যাচ প্যারিসিয়ানদের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

কোচ ক্রিস্টোফ গ্যালতিয়েরের প্ল্যান নিয়েও প্ৰশ্ন উঠে যাচ্ছে। আক্রমণের কিলিয়ান এমবাপেকে বল বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনও অপশন চোখে পড়েনি পিএসজির। প্রেসনেল কিম্পেম্বে এবং মার্কুইনহোস না থাকায় রক্ষণের অবস্থাও তথৈবচ।

রেঁনে-র হয়ে গোল করে গেলেন কার্ল তকো একাম্বি এবং আর্নাউদ কালিমুয়েন্দা। চলতি সিজনে এই নিয়ে দু-বার পিএসজিকে হারালো রেঁনে। ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে রেঁনে আপাতত লিগ তালিকায় পঞ্চম।

পার্ক দ্য প্রিন্সেস-এ এমবাপের দুটো শট বাঁচিয়ে দেন গোলকিপার স্টিভ মান্দান্দা। ২৬ মিনিটে ফাইন চিপ করে গোলমুখী এমবাপের শট হোক বা বিরতির ঠিক পাঁচ মিনিট আগে বক্সের মধ্যে থেকে জোরালো শট- দুটো শটই বাঁচিয়ে দেন রেঁনে গোলকিপার।

হাফটাইমের ঠিক আগে বেঞ্জামিন বোরিগিয়ে-র কাছ থেকে থ্রু বল পেয়ে বক্সের মধ্যে থেকে জালে বল জড়িয়ে দেন কার্ল তকো একাম্বি। বিরতির পর তিন মিনিটের মাথায় রেঁনে নিজেদের দ্বিতীয় গোল করে যান কালিমুয়েন্দ। লেসলি ওগোচুকুর ক্রস থেকে। দ্বিতীয়ার্ধে কোচ গ্যালতিয়ের ফরোয়ার্ড হুগো একতিকে এবং রেনাতো স্যাঞ্চেজকে নামান ফ্যাবিয়েন রুইজ এবং হুয়ান বার্নাতকে তুলে। তবে এতে কাজের কাজ হয়নি।

Read the full article in ENGLISH

Lionel Messi leo messi PSG Kylian Mbappe
Advertisment