ফরাসি কৌঁসুলিদের নজরে এবার পিএসজির দুর্নীতি। প্যারিসের প্রসিকিউটর অফিস থেকে মঙ্গলবার জানানো হয়েছে, অঘোষিত শ্রমের অভিযোগ উঠেছে তারকা খচিত ক্লাবটির বিরুদ্ধে।
সংবাদসংস্থা রয়টার্সকে সংশ্লিস্ট দফতর থেকে জানানো হয়েছে, "ডিসেম্বরের ১৩ তারিখে লিখিত অভিযোগ জমা পড়েছিল। সেই অঘোষিত শ্রমের অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হয়েছে জানুয়ারির ১৬ তারিখে।"
আরও পড়ুন: রোনাল্ডোর উপস্থিতি দলের কাছে সমস্যার! বিষ্ফোরক স্বীকারোক্তিতে বিতর্ক ওস্কালেন আল নাসেরের ব্রাজিলীয় তারকা
অভিযোগ করেছেন তিউনিশিয়ার হিচাম বুয়াজিলা। অভিযোগে তিনি জানিয়েছেন, ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির একজন পরামর্শদাতা হিসাবে তিনি কাজ করেছেন। পুরো ঘটনাটি রয়টার্সকে জানিয়েছেন, তাঁর আইনজীবী বার্ট্রান্ড রিপোল্ট। বুয়াজিলার অভিযোগ তাঁকে মাঝে সাঝে পারিশ্রমিক দেওয়া হত দোহার এক টেনিস একাডেমির মাধ্যমে।
ফরাসি দৈনিক ল্য ইক্যুয়েপ-কে লিগা ওয়ানের বিখ্যাত ক্লাব জানিয়েছে, সংশ্লিস্ট ব্যক্তিকে কখনই নিয়োগ করেনি পিএসজি। সংবাদসংস্থা রয়টার্সকে যদিও অভিযোগের পাল্টা কোনও প্রতিক্রিয়া জানায়নি পিএসজি।
Read the full article in ENGLISH