Advertisment

অনেক অসম্মান নিয়ে PSG-কে বিদায়! মেসি এবার রোনাল্ডোর বিপক্ষে মাঠ মাতাবেন বিশাল চুক্তিতে

রোনাল্ডো-মেসি-নেইমার একসঙ্গে লড়াইয়ে এবার সৌদিতে

author-image
IE Bangla Sports Desk
New Update
lio-messi-ronaldo

মেসি এবং রোনাল্ডো

পিএসজিতে অতীত হয়ে যাচ্ছেন লিওনেল মেসি। ক্রমাগত অসম্মান, অশ্রদ্ধা নিয়েই লিওনেল মেসি প্যারিসের ক্লাবকে বিদায় জানাচ্ছেন। বিশ্বকাপ জয়ের পর পিএসজির জার্সিতে খেলতে নেমে একাধিকবার সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হয়েছেন। কার্যত ঠিক হয়েই গিয়েছিল মেসি পিএজসি ছাড়ছেন।

Advertisment

সম্ভাব্য গন্তব্য হিসাবে উঠে এসেছিল বার্সেলোনা এবং সৌদি আরবের আল হিলাল। তবে পিএজসি কোচ কার্যত স্বীকার করেই নিলেন, ক্লাবের জার্সিতে শেষ ম্যাচে খেলতে নামবেন তিনি। মেসি নাম লেখাচ্ছেন সৌদি আরবে। যেখানে ফের একবার মেসি বনাম রোনাল্ডো সংঘাত দেখা যাবে মাঠের মধ্যে।

বৃহস্পতিবার পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের স্বীকার করে নেন, "ইতিহাসের সেরা ফুটবলারকে কোচিং করানোর সম্মান পেয়েছি। পার্ক দ্য প্রিন্সেস-এ ও শেষ ম্যাচ খেলতে নামবে। আশা করি ও উষ্ণ অভ্যর্থনা পাবে সকলের কাছে।"

২০২১-এ মেসি বার্সেলোনা থেকে দু বছরের চুক্তিতে সই করেছিলেন পিএসজিতে।।চলতি সিজনেও তাঁর নামের পাশে ২১ গোল এবং ২০ এসিস্ট। গ্যালটিয়ের জানাচ্ছেন, "দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন মেসি। সবসময় খেলার জন্য তৈরি থাকতেন। ওঁর নামে যে সমালোচনা করা হচ্ছে। তা মোটেই যুক্তিযুক্ত নয়। দলের প্রয়োজনে ও সবসময় থেকেছে। গোটা সিজন ওঁর কোচ হতে পারাটা বড় ব্যাপার।"

বার্সেলোনা মেসিকে নিয়ে আনার জন্য অনেক উদ্যোগ নিয়েছিল সম্প্রতি। তবে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেসি সৌদি আরবের আল হিলালে যোগদান করছেন।

Cristiano Ronaldo neymar Lionel Messi leo messi PSG Cristinao Ronaldo saudi arabia
Advertisment