scorecardresearch

রোনাল্ডোর মত ২২০ মিলিয়ন বেতন দিতে রাজি এশিয়ার এই ক্লাব! মেসিকে পেতে নিয়ম বদলাচ্ছে দেশের সরকারও

মেসির এশিয়ার খেলার সম্ভবনা তৈরি হল

lio-messi-ronaldo
মেসি এবং রোনাল্ডো

রোনাল্ডোকে যে পরিমাণ বেতন দেয় আল নাসের, সেই পরিমাণ অর্থ দেওয়ার জন্য তৈরি হল এবার সৌদি প্রো লিগেরই আল হিলাল। জানা যাচ্ছে ২২০ মিলিয়ন ইউরোর বিরাট প্রস্তাব মেসিকে দিতে চলেছে রোনাল্ডোদের প্রতিপক্ষ ক্লাবটি। চলতি মরসুমের শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। আর বিশ্বকাপজয়ী মহাতারকাকে পাওয়ার জন্য লোভনীয় অফার দিতে চলেছে আল হিলাল।

তবে রোনাল্ডো আড়াই বছরের চুক্তিতে আল নাসেরে যোগ দিলেও মেসিকে এক বছরের জন্য চুক্তিবদ্ধ করতে।চাইছে আল হিলাল। বর্তমানে সৌদির ক্লাবটি ট্রান্সফার ব্যানের কবলে পড়েছে। তবে গ্রীষ্মে ট্রান্সফার ব্যান উঠে যাবে ক্লাবের ওপর থেকে। তখন মেসিকে সই করাতে পারবে তারা। বর্তমানে সৌদি প্রো লিগে স্যালারি ক্যাপ রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট অঙ্কের বাইরে কোনও ফুটবলারের বেতন চাইলেও বাড়াতে পারবে না সংশ্লিষ্ট ক্লাব। তবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনীয়কে আনার জন্য সৌদি সরকার এই নিয়ম বদলাতে রাজি।

ঘটনাচক্রে, মেসির বাবা তাঁর এজেন্ট জর্জে মেসিকে সম্প্রতি রিয়াধে দেখা গিয়েছে। যাতে জল্পনা আরও বেড়েছে। আল হিলাল ছাড়াও মেসিকে পাওয়ার লড়াইয়ে রয়েছে তাঁর নিজের ‘ঘরের ক্লাব’ বার্সেলোনা এবং ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মিয়ামি। ফরাসি প্রচারমাধ্যম লা ইকুঁয়েপ-এর প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মিয়ামির একনম্বর টার্গেট মেসি।

ফরাসি গণমাধ্যমে লেখা হয়েছে, “ইন্টার মিয়ামির মালিক জর্জে মাসের অগ্রাধিকার আপাতত মেসিকে সই করা। মেসি পিএসজিতে সই করার আগে থেকেই ২০২১-এ কথা শুরু হয়েছিল। তারপর থেকে কথাবার্তা আরও এগিয়েছে। মেসি ঘনিষ্ঠদের সঙ্গে জর্জে মাস কাতার বিশ্বকাপের সময় অনেকটা সময় কাটিয়েছেন।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Lionel messi offered 220 million euro cristiano ronaldo saudi pro league al hilal