scorecardresearch

রোনাল্ডোর পাঙ্গা নিতে সৌদির ক্লাবে সই করতে পারেন মেসি, বিরাট আপডেটে তোলপাড় বিশ্ব

সৌদির লিগেই এবার মুখোমুখি হতে পারেন মেসি বনাম রোনাল্ডো

রোনাল্ডোর পাঙ্গা নিতে সৌদির ক্লাবে সই করতে পারেন মেসি, বিরাট আপডেটে তোলপাড় বিশ্ব

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর এবার সৌদি আরবের ক্লাবে সই করতে পারেন লিওনেল মেসিও। অন্তত সেরকমই সম্ভবনা তৈরি হয়েছে। সৌদি প্রো লিগে রোনাল্ডোর আল নাসেরের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ক্লাব এল হিলালে মেসিকে সই করানোর জন্য উঠে পড়ে লাগল।

বার্সা ইউনিভার্সাল-এর প্রতিবেদন অনুযায়ী, আল হিলালের তরফে মেসিকে বার্ষিক ৩০০ মিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি সিজনের শেষেই মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হচ্ছে। ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, মেসিরর এজেন্ট তাঁর বাবা জর্জে মেসি রিয়াধে গিয়েছেন আল হিলালের সঙ্গে কথাবার্তা বলার জন্য।

আরও পড়ুন: বিতর্কের জন্যই ক্যাপ্টেন করা হবে না এমবাপেকে! বড়সড় বোমা ফাটালেন ফ্রান্সের তারকা

ঐতিহাসিক এই চুক্তি বাস্তবায়িত হলে স্পেনের পর আবার কোনও লিগে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ দেখবে বিশ্ব। ঘটনা হল, মেসি বর্তমানে সৌদি আরবের পর্যটন-দূত।

যাইহোক, মেসি বুধবার রাতে প্ৰথমবার ক্লাবের জার্সিতে খেলতে নেমেছিলেন পিএসজির জার্সিতে। নেমেই মন মাতানো পারফরম্যান্স উপহার দিয়েছেন। একটি গোল করেছেন। অন্য গোলের বিল্ড আপে সাহায্য করেছেন। মেসির ঝলকানিতেই পিএসজি এঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে।

আরও পড়ুন: রেগে যেতে পারেন এমবাপে! ঝামেলা এড়াতে মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে নামতে দিল না PSG

এদিকে রোনাল্ডো সৌদি আরবে প্ৰথমবার নামবেন জানুয়ারির ১৯-এ। পিএসজি সৌদিতে প্রীতি ম্যাচে খেলতে আসছে। পিএসজির বিরুদ্ধে আল হিলাল এবং আল নাসেরের বাছাই একাদশ খেলবে। সেই ম্যাচে নামতে পারেন রোনাল্ডো।

নতুন ক্লাব আল নাসেরের জার্সিতে সৌদি প্রো লিগে রোনাল্ডোর অভিষেক ঘটবে জানুয়ারির ২২-এ। আল নাসেরের সেই ম্যাচে প্রতিপক্ষ আল ইত্তেফাক।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Lionel messi offered by cristiano ronaldos al nassr rival club al hilal