/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/choto-22.jpg)
ভিডিও: বার্সার পাঁচ গোলের রাতে মেসি টপকালেন রোনাল্ডোকে
মঙ্গলবার রাতে ন্য়ু ক্য়াম্প ফের দেখেছে ঘরের ছেলের ক্য়ারিশ্মা। লিওনেল মেসির 'পারফেক্ট টেন' পারফরম্য়ান্সে বার্সেলোনা ঘরের মাঠে ৫-১ গোালে গুঁড়িয়ে দিয়েছে ভালাদোলিদকে। এদিন একাই জোড়া গোল করেছেন লিও।
বার্সার ক্য়াপ্টেন মেসি চোট-আঘাতের এই মরসুমের শুরুর দিকটায় প্রায় সাইডলাইনেই ছিলেন। লা লিগের পঞ্চম ম্য়াচে নেমেই জ্বলে উঠলেন বার্সার আর্জেন্তাইন রাজপুত্র।
ভালাদোলিদের বিরুদ্ধে মেসি শুধু জোড়া গোলই করেননি। দুটি গোলে অবদানও রেখেছেন তিনি। আর এই দুরন্ত পারফরম্য়ান্সেই মেসি টপকে গিয়েছেন তাঁর চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গিয়েছেন।
#RONALDO has 606 goals in 816 games for club side,#Messi has 607 goals in 695 games for club side. #CristianoRonaldo moved in 4 clubs, #Messi remained in One. You decide ????????#CristianoRonaldo#LionelMessi#footballstories#ManUtd#WednesdayWisdom@LionelMessi_Fan@Cristianopic.twitter.com/sg8jxsVCOS
— Indian Sports Fan (@IndianSportFan) October 30, 2019
এই ম্য়াচে নামার আগে রোনাল্ডো আর মেসি ছিলেন একই আসনে। ক্লাবের (বার্সেলোনা) জার্সিতে মেসি ৬০৮টি গোল করে ফেললেন। রোনাল্ডোর থেকে ১১৯টি কম ম্য়াচ খেলেই এই নজির গড়লেন তিনি। রোনাল্ডো ৮১৬টি ম্য়াচে ৬০৬টি গোল করেছেন। মেসি তাঁর থেকে দুটি বেশি গোল করছেন ৬৯৫টি ম্য়াচে।
Video does the talking ???????????? #Messipic.twitter.com/NR0ehQ4hU6
— Calvin (@CalHignett) October 29, 2019
এদিন মেসি ম্য়াচের ৩৪ ও ৭৫ মিনিটে গোলের স্বাদ পান। এর মধ্য়ে একটি গোল তিনি ফ্রি-কিকে করেন। কেরিয়ারের ফ্রি-কিকে গোল করার হাফ-সেঞ্চুরিও করে ফেলেন তিনি। তাঁর অনবদ্য় ফ্রি-কিক নিয়েই সোশাল মিডিয়ায় এখন চর্চা চলছে।
Read full story in English