Advertisment

সকালে ফোনে কোচের সঙ্গে কথা কাটাকাটি! রাতেই অবসর মেসির বিশ্বকাপজয়ী বন্ধুর

অবসর নিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিলেন স্পেনের জাতীয় দলের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলা তারকা সের্জিও রামোস। লুই এনরিকের পর স্পেনের নতুন ম্যানেজার হয়েছেন লুই দে লা ফুয়েন্টেস। তাঁর তরফ থেকে ফোন পাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন স্পেনের সর্বকালের অন্যতম সেরা সেন্টার ব্যাক রামোস। কোচ নাকি রামোসকে সরাসরি বলে দেন, স্পেনের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি নেই।

Advertisment

৩৬ বছরের সুপারস্টার বর্তমানে খেলেন মেসির সঙ্গে পিএসজিতে। ২০১০-এ বিশ্বকাপ জেতার পাশাপাশি স্পেনের জার্সিতে জোড়া ইউরো কাপ জিতেছেন ২০০৮, ২০১২-এ। ২০২১-এর মার্চের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি রামোসকে। দুই বছর আগে বিশ্বকাপের কোয়ালিফায়ারে রামোস পরিবর্ত হিসাবে শেষবার নেমেছিলেন কসোভার বিপক্ষে। বিশ্বকাপের স্কোয়াডেও তাঁকে রাখেননি আগের কোচ এনরিকে।

নিজের অবসর-বিবৃতিতে সুপারস্টার জানিয়ে দিয়েছেন, "সময় এসেছে প্রিয় জাতীয় দলকে বিদায় জানানোর। এদিন সকালে বর্তমান কোচের কাছ থেকে ফোন পাই। যেখানে উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি যতই সর্বোচ্চ পর্যায়ে নিজেকে মেলে ধরে খেলা চালিয়ে যাই না কেন, উনি আর আমার ওপর ভরসা করছেন না।"

"বিনীতভাবে, আমি মনে করি যে আমার পারফরম্যান্স আমাদের জাতীয় দলের পর্যায়ে না হলে আমার পথ শেষ হতে পারে, তবে বয়স বা অন্যান্য কারণে নয়। অল্প বা কম বয়স হওয়া কোনও গুণ বা ত্রুটি নয়, এটি কেবলমাত্র একটি অস্থায়ী বৈশিষ্ট্য যা কার্যক্ষমতা বা দক্ষতার সঙ্গে কোনওভাবেই সম্পর্কিত নয়। আমি (লুকা) মডরিচ, (লিওনেল) মেসি, পেপে… এঁদের দিকে প্রশংসা ও ঈর্ষার সঙ্গে তাকাই…পরম্পরা, মূল্যবোধ, যোগ্যতা এবং ফুটবলের ন্যায়বিচার এরা বয়ে নিয়ে চলেছেন। দুর্ভাগ্যবশত, আমার সঙ্গে এরকম ঘটবে না কারণ ফুটবল সবসময় ন্যায্য হয় না এবং ফুটবল কখনও শুধুমাত্র ফুটবল বিষয়ক হয় না।"

Read the full article in ENGLISH

PSG Sergio Ramos Spain
Advertisment