Advertisment

ফের মেসির কাছে শোচনীয় হার এমবাপের! বর্ষসেরা লিও-ই, ধারেকাছে নেই কিলিয়ান

মেসির কাছে ফের হার এমবাপের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ফাইনালে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। আটকাতে পারেনি এমবাপের হ্যাটট্রিকও। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগ এবার ২০২২ ক্যালেন্ডার বর্ষের সেরা ফুটবলার হিসাবে বেছে নিল লিওনেল মেসিকেই। আর্জেন্টাইন কিংবদন্তি এখানেও টেক্কা দিলেন এমবাপে। যিনি বর্ষসেরাদের তালিকায় দুই নম্বরে রয়েছেন।

Advertisment

বছরের সেরা ফুটবলার হিসাবে মেসির প্রাপ্ত পয়েন্ট ২৭৫। বিশ্বকাপের ফাইনালে জিওফ হার্স্টের পর দ্বিতীয় হ্যাটট্রিককারী হিসাবে ইতিহাস গড়া কিলিয়ান এমবাপে রয়েছেন দ্বিতীয় স্থানে (৩৫)। এরপরে যথাক্রমে রয়েছেন করিম বেনজিমা (৩০), লুকা মদ্রিচ (১৫) এবং এরলিং হালান্ড (৫)।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পরেই বন্ধু আগুয়েরোর ওপর ক্ষেপে লাল হয়ে যান মেসি, ফাঁস করলেন সুপারস্টার নিজেই

২০২২-এ মেসির নামের পাশে ৬৫ গোলের অবদান। ক্লাব এবং দেশের জার্সিতে গোলসংখ্যা ৩৫টি। এসিস্ট রয়েছে ৩০ টিতে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে মেসি সাত গোল করেন। তিনটে গোলের ক্ষেত্রে সহায়তাও তাঁর। দুর্ধর্ষ পারফরম্যান্স করে বিশ্বকাপে দ্বিতীয় বার গোল্ডেন বলের মালিকও হয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি। এর আগে ২০১৪-য় মেসি গোল্ডেন বল পেলেও জার্মানির কাছে ফাইনালে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে।

বুধবার মেসি পিএসজিতে পা রাখতেই তাঁকে ক্লাবের ফুটবলার, সাপোর্ট স্টাফরা স্বাগত জানান। বিশ্বকাপ জয়ের পর মেসিকে ১০ দিনের অতিরিক্ত ছুটি দিয়েছিল প্যারিসের ক্লাবটি। জয়ের সেলিব্রেশন পর্ব সেরে মেসি সদ্যই পা রেখেছেন প্যারিসে।

আরও পড়ুন: এমবাপের পায়ের তলায় ফুটবল বিশ্ব! মেসির সঙ্গে দ্বৈরথের আবহেই খুল্লামখুল্লা মত জানালেন সৌরভ

বিশ্বকাপ জয়ের পর মেসি ক্লাবের দুটো খেলা মিস করেছেন। এর মধ্যে একটিতে স্ট্রসবার্গের বিরুদ্ধে শেষ মুহূর্তে পেনাল্টি গোলে কোনওরকমে জেতে পিএসজি। শেষ ম্যাচে লেন্সের বিপক্ষে ১-৩ গোলে বিধ্বস্ত হয়েছে পিএসজি।

Lionel Messi FIFA World Cup Argentina france FIFA FIFA World Cup. Football Qatar World Cup 2022 Kylian Mbappe
Advertisment