scorecardresearch

এমবাপেকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি! পিএসজি ছাড়ার ব্যাপারে মন ঠিক করে নিলেন মেসি

একদম পোষাচ্ছে না এমবাপেকে, পিএসজি ছাড়তেই চলেছেন মেসি

এমবাপেকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি! পিএসজি ছাড়ার ব্যাপারে মন ঠিক করে নিলেন মেসি

সবকিছু ঠিকঠাক থাকলে লিওনেল মেসি চলতি সিজনের শেষেই পিএসজি ছাড়ছেন। এতদিন ইউরোপীয় ফুটবল মহল সূত্রে বলা হচ্ছিল আগামী গ্রীষ্মে মেসির চুক্তি শেষ হলেই ক্লাবের সঙ্গে চুক্তি নবীকরণের পথে হাঁটবেন মেসি। তবে সম্প্রতি বেশ কিছু ঘটনা প্রবাহের ইঙ্গিত মিলছে মেসি মোটেই আর প্যারিসের ক্লাবটিতে থাকতে আগ্রহী নন।

বার্সেলোনার সাংবাদিক জেরার্ড রোমেরো জানিয়েছেন, “লিও মেসির সঙ্গে পিএসজির চুক্তি নবীকরণ আর নিশ্চিত দেখাচ্ছে না। মনে হচ্ছে না ক্লাবের সঙ্গে ও এর চুক্তি বাড়ানোর পথে হাঁটবে। এখন পর্যন্ত যা ইঙ্গিত মোটেই মেসি আর পিএসজিতে থাকতে চাইছেন না।”

মেসির সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে আগামী জুন পর্যন্ত। তারপরেই মেসি ক্লাবকে বিদায় জানাতে চলেছেন। কিন্তু হঠাৎ করে কী এমন ঘটল যাতে মেসি পিএসজি ছাড়তে চলেছেন। বিশেষজ্ঞ মহলের তরফে তিনটে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। প্ৰথমত ক্লাবের সমর্থকদের ওপর বেশ চটে রয়েছেন মেসি। গত সিজনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসি টাইব্রেকার মিস করায় টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পিএসজি। তারপরে প্যারিসের ক্লাবটির সমর্থকরা প্রবল টিটকিরি দেন মেসিকে। যা এখনও হজম হয়নি মহাতারকার। বার্সেলোনায় থাকার সময় এরকম অভিজ্ঞতার কখনই সাক্ষী থাকেননি তিনি।

আরও পড়ুন: মার্টিনেজকে বিদ্রুপ করে এবার পাল্টা যৌনভঙ্গি এমবাপের! অশ্লীল কাণ্ডে ছিঃ ছিঃ করল দুনিয়া, দেখুন ভিডিও

দ্বিতীয়ত, কোচ গ্যালতিয়েরের সঙ্গে সম্পর্ক সেভাবে দানা বাঁধেনি মেসির। কোচের ট্যাকটিক্সে নাকি মেসি প্রবল অখুশি। তৃতীয়ত, কোচ গ্যালতিয়ের তো বটেই টিম ম্যানেজমেন্ট যেভাবে এমবাপেকে প্রাধান্য দিয়ে চলেছে, তা মোটেই ভাল চোখে দেখছেন না আর্জেন্টাইন মহাতারকা। মেসির ঘনিষ্ঠ সূত্রের খবর, ক্লাবে এমবাপেকে সবসময়ই আগলে রাখার ব্যাপার রয়েছে। যাতে অসন্তুষ্ট মেসি।

এমনিতেই মেসির ক্লাব ফুটবল তো বটেই দেশের জার্সিতেও সমস্ত কিছু অর্জন সম্পূর্ণ। সাতবার ব্যালন ডি’অর, বার্সেলোনার হয়ে রেকর্ড সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ জয়, দেশের জার্সিতে কোপা আমেরিকা, এবং বিশ্বকাপ জয় করেছেন। প্রাপ্তির ভাঁড়ার উপচে পড়েছে। এমন পর্যায়ে কেরিয়ারের শেষলগ্নে মেসি স্রেফ খেলা উপভোগ করতে চাইছেন। আর্থিক চুক্তির অঙ্ক সেখানে আর ফ্যাক্টর নয়। পিএসজির পরিবেশে যা মেসি ঠিক করে উঠতে পারছেন না।

আরও পড়ুন: শাকিরার আচার খেয়ে নিল অন্য কেউ! ধরা পড়ল পিকে অন্য নারীতে আসক্ত

মেসি পিএসজি ছাড়লে সম্ভাব্য গন্তব্য হতে পারে তিনটে। পুরোনো ক্লাব বার্সেলোনা, মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি এবং সৌদি আরবের আল হিলাল। বার্সেলোনার নতুন ম্যানেজমেন্টের সঙ্গে মেসির সম্পর্কের এখনও উন্নতি হয়নি। যদিও বার্সার বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্টা গত নভেম্বরে সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে বলে দিয়েছিলেন, “লিও সবসময় জানে বার্সা ও নিজের বাড়ি। ২০২৩-এ মেসির বার্সায় প্রত্যাবর্তন? দেখা যাক।”

এদিকে, আল নাসের রোনাল্ডোকে সই করার পর আল হিলাল রোনাল্ডোর ডাবল অর্থের অফার করেছে মেসিকে। এমন খবর জানিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল স্প্যানিশ প্রচারমাধ্যম দিপর্তিভো মুন্দো। এদিকে, ইন্টার মিয়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম নিজে মেসিকে এমএলএস-এ নিয়ে আসতে তৎপর।

জানুয়ারির শেষ সপ্তাহের আপডেট অনুযায়ী, মেসি পিএসজি ছাড়ছেন-ই। তবে তাঁর পরবর্তী গন্তব্য কোন ক্লাব হয়, সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Lionel messi reportedly unlikely to stay at psg