/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/messi.jpeg)
এমবাপে মেসি-নেইমারকে ছাড়া জেতাতে পারেননি পিএসজিকে। মেসি কিন্তু এমবাপেকে ছাড়াই পিএসজির জার্সিতে ঝলক দেখালেন। বিশ্বকাপের পর পিএসজির হয়ে প্ৰথম ম্যাচে খেলতে নেমেই অপ্রতিরোধ্য মেসি। জোড়া গোলে পিএসজি জিতল এঞ্জার্সের বিরুদ্ধে। মেসি একটি গোল করলেন। হুগো একতিকের অন্য গোলে সহায়তা করলেন।
দুর্ধর্ষ মেসিকে পেয়ে কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের ম্যাচের পরেই বলে দিয়েছেন, "লিওনেল মেসির প্রত্যাবর্তন মানে পিএসজির জয় সুনিশ্চিত হওয়া। গোল.কম দুরন্ত মেসির জন্য লিখে দিল, "ওয়ার্ল্ড কাপের উদযাপন পর্ব মিটিয়ে ফেরার পর অনবদ্য পারফরম্যান্সের পর কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের মেসিকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। প্ৰথম গোলের বিল্ড আপে মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। আর দ্বিতীয় গোলে মেসি দলের জয় নিশ্চিত করলেন পার্ক দ্য প্রিন্সেস-এ। পিএসজি মোটেই নিজেদের সেরা ছন্দে ছিল না। তবে বরাবরের মত অপ্রতিরোধ্য। বুধবার রাতে আরও একবার প্রভাব ফেলার মত পারফর্ম করে গেলেন।"
আরও পড়ুন: এমবাপে একটা বেয়াদপ! আর্জেন্টিনীয় মহাতারকা এবার ধুয়েমুছে সাফ করলেন ফরাসি সুপারস্টারকে
বিশ্বকাপ উদযাপনের জন্য ক্লাবের তরফে মহাতারকার জন্য অতিরিক্ত ছুটি মঞ্জুর করা হয়েছিল। পরিবারের সঙ্গে কাটিয়ে মেসি প্যারিসে পা রেখেছিলেন গত সপ্তাহে। তারপরেই দু-দিন অনুশীলনে নেমেই এঞ্জার্স ম্যাচে খেললেন তিনি। প্ৰথম পাঁচ মিনিটেই ম্যাচে ফারাক গড়ে দেন দুরন্ত বিল্ড আপ প্লে-র সূচনা করে। দ্বিতীয় গোল তিনিই জালে জড়ান ৭২ মিনিটে।
Crazy how Messi makes it look so easy 🤯 pic.twitter.com/obnbYXaayd
— The Football Index 🎙 ⚽ (@TheFootballInd) January 12, 2023
পিএসজি মেসিকে ছাড়া খেলতে নেমে লেন্স ম্যাচে ১-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল। এমবাপে দলকে জেতাতে পারেননি মেসি-নেইমারের অনুপস্থিতিতে। তারপরে এমবাপে ক্লাবের কাছে ছুটি আদায় করে নিউইয়র্কে গিয়েছিলেন।
আরও পড়ুন: স্প্যানিশ তরুণীর অন্তর্বাসের তলায় স্পর্শ! ভয়ঙ্কর যৌন-অভিযোগে বিদ্ধ ব্রাজিলের আলভেজ
এমবাপে ছুটিতে থাকায় খেলার সুযোগ পাচ্ছেন হুগো একতিকে। সেই একতিকেই এদিন পিএসজির হয়ে প্ৰথম গোল করে গেলেন। পরে বলে গেলেন, "এই ধরনের ফলাফল ই আমরা মেলে ধরতে চাই। তিন পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। গোল করলে আত্মবিশ্বাস বাড়ে। এভাবেই খেলা চালিয়ে যেতে চাই।"
Stop what you're doing and watch this touch from Lionel Messi 🥶
(via @Messich10) pic.twitter.com/Gku0mWqw1c— ESPN FC (@ESPNFC) January 11, 2023
ম্যাচের পর কোচ গ্যালতিয়ের প্রাইম ভিডিওয় বলে দিয়েছেন, "আজকে আবার আমরা দুনিয়ার সেরা ফুটবলারকে দেখলাম। লিও শারীরিকভাবে ফিট ছিল। ম্যাচে নামতে চেয়েছিল। আর ওঁকে মাঠে পাওয়া মানে জয়ের বিষয়ে পুরোপুরি সুনিশ্চিত হয়ে যাওয়া। পুরো ম্যাচেই ও খেলল। এটা খুব ভালো লক্ষণ।"
পিএসজি এরপরে রবিবার খেলবে রেঁনের বিপক্ষে। সেই ম্যাচে মেসি, এমবাপে, নেইমার তিনজনকেই একত্রে খেলতে দেখা যাবে পিএসজির হয়ে।