Advertisment

মেসির সঙ্গে এই দুর্ব্যবহার দুঃখজনক, বার্সায় ফিরে আসুক! কিংবদন্তির জন্য টোপ ফেললেন স্প্যানিশ তারকা

মেসির পিএসজি ছাড়ার ইন্ধন দিলেন বার্সেলোনা তারকা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

পিএসজি সমর্থকরা ব্যঙ্গ বিদ্রূপে ভরিয়ে মেসি মাঠে নামলেই অপমান করছেন। এতে লিওনেল মেসির পিএসজি ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। এর মধ্যেই জল্পনা বাড়িয়ে মেসির পাশে দাঁড়ালেন বার্সেলোনার তারকা সের্জি রবার্তো।

Advertisment

সাংবাদিক জেরার্ডো রোমেরোকে রবার্তো বলে দিয়েছেন, "মেসির বার্সায় আগমন কে না চায়? আমরা তো হাত বাড়িয়েই রয়েছি। তবে আমরা এই নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কারণ এই নিয়ে মেসি, ক্লাব প্রেসিডেন্ট, কোচ অথবা সংশ্লিষ্ট ব্যক্তিরা সিদ্ধান্ত নেবেন। তবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

রেঁনে ম্যাচে যেভাবে মাঠে নেমে মেসিকে অসম্মানিত হতে হয়েছে, সেই বিষয়েও মুখ খুলেছেন তিনি, "কেউ বুঝতে পারছে না, মেসি তো প্যারিসে ভালোই ফর্মে রয়েছে। গোল করছে, এসিস্টে সাহায্য করছে। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার দায় ওঁর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ও অসাধারণ একজন ফুটবলার। এটা খারাপ লাগছে যে ওঁর সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে। ও যদি এখানে আসে, তাহলে সর্বোচ্চ সম্মানই পাবে।"

আরও পড়ুন: PSG-র হয়ে মাঠে নেমেই চরম অপমানিত মেসি, দর্শকদের অভিবাদন জানালেন এমবাপে

মেসির বার্সায় ফেরার জল্পনার মধ্যেই মেসির এজেন্ট স্বয়ং তাঁর পিতা জর্জে মেসি সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন সম্প্রতি। বলে দিয়েছেন, মেসির বার্সায় প্রত্যাবর্তন বেশ কঠিন।

আরও পড়ুন: PSG-কে লজ্জা উপহার দিল রেঁনে! ঘরের মাঠে শোচনীয় হার মেসি-এমবাপেদের

ইএসপিএন-কে জর্জে মেসি বলে দিয়েছেন, "মনে হয় না ও এর বার্সায় ফিরবে। ওখানে ফেরার মত পরিস্থিতি নেই।" তবে প্রত্যাবর্তনের সম্ভবনা পুরোপুরি উড়িয়েই দিচ্ছেন না তিনি, "এখনও পুরোপুরি জানি না। জীবন অনেক সময় অপ্রত্যাশিত বাঁক নেয়।" তিনি বলেছেন, কিংবদন্তি সুলভ খ্যাতি অর্জন করে কাতালান ক্লাব থেকে মেসির আবেগী বিদায়, আর্থিক সমস্যায় জড়িয়ে মেসিকে ছেড়ে দেওয়া, মিডিয়া স্ক্রুটিনি মেসিকে নতুন করে চুক্তি সই করতে দেয়নি। পরে মেসি পিএসজিতে নাম লেখান।

Read the full article in ENGLISH

leo messi PSG Barcelona Lionel Messi
Advertisment