scorecardresearch

মেসিকে নিষিদ্ধ করল PSG! পাল্টা ক্লাব ছেড়ে সেরার সেরা চুক্তির পথে সৌদিতে বিশ্বকাপজয়ী

মেসির সঙ্গে পিএসজির সম্পর্কের শেষটা একদম মধুর হল না

মেসিকে নিষিদ্ধ করল PSG! পাল্টা ক্লাব ছেড়ে সেরার সেরা চুক্তির পথে সৌদিতে বিশ্বকাপজয়ী

মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক একদম শেষ পর্যায়ে। দু-সপ্তাহের জন্য মেসিকে নির্বাসনে পাঠাল প্যারিসের ক্লাবটি। এই দু-সপ্তাহে কোনও বেতন-ও দেওয়া হবে না। সম্প্রতি ক্লাবের অনুমোদন ছাড়াই সৌদি উড়ে গিয়েছিলেন মেসি। তারপরেই মেসিকে এই শাস্তি দিল পিএসজি। এর ফলে মেসি প্যারিসের ক্লাবটির জার্সি গায়ে আসন্ন দুই ম্যাচ- ট্রয়স এবং আজসিও ম্যাচ মিস করতে চলেছেন।

মেসির সৌদি অভিযানের পরেই বড়সড় ঘটনা ফাঁস করে দিল ব্রিটেনের দ্যা টেলিগ্রাফ সংবাদমাধ্যম। যে প্রতিবেদনে বলা হয়েছে, মেসি সৌদি আরবের ক্লাবে খেলার জন্য বার্ষিক ৩২০ মিলিয়ন ইউরো (৪০০ মিলিয়ন ডলার) চুক্তি সম্পন্ন করতে চলেছেন।

যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে অনেক বেশি অর্থ পাবেন লিও মেসি। গত ডিসেম্বরে রোনাল্ডো বিশ্বের সর্বাধিক উপার্জনকারী ফুটবলারদের তালিকায় শীর্ষে উঠে গিয়েছিলেন আল নাসেরে ১৭৩ মিলিয়ন ইউরোর (২১০ মিলিয়ন ডলার) চুক্তি করে।

সেই রিপোর্ট অনুযায়ী, মেসির বাবা জর্জে মেসি। পিএসজির সঙ্গে চলতি সিজন শেষেই ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন মহাতারকা। সম্পর্কে দাড়ি পড়ছে দুই মরশুম শেষে। পুরো বিষয়টিতে জড়িত থাকা এক ব্যক্তি সংবাদসংস্থা এপি-কে মেসির সৌদির ক্লাবে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সেই ব্যক্তি জানাচ্ছেন, পারস্পরিক সহমতের ভিত্তিতেই মেসি সঙ্গে পিএসজির বিচ্ছেদ সম্পন্ন হতে চলেছে।

এমনিতে সৌদি সরকারের পর্যটন বিভাগের ব্র্যান্ড আম্বাসাডর মেসি। সেই যোগাযোগের সূত্র ধরেই বিশ্বের সেরা ক্লাব চুক্তি সম্পাদন করতে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা।

সোমবার মেসির পিএসজি সতীর্থদের সঙ্গে ট্রেনিং করার কথা ছিল। তবে মেসি সৌদিতে থাকার মনস্থির করেন। এর পরেই মেসিকে নির্বাসনে পাঠায় প্যারিসের ক্লাবটি। এতে দুই সপ্তাহের বেতনের পুরোটাই আর্থিক জরিমানা দিতে হবে তাঁকে। সেই সঙ্গে এই নির্বাসনে থাকাকালীন ক্লাবের হয়ে ম্যাচ তো বটেই অনুশীলনেও নামতে পারবেন না তিনি।

এমবাপে, নেইমারদের সুপারস্টার থাকা সত্ত্বেও মেসির সঙ্গে পিএসজির সম্পর্কের শেষটা একদম মধুর হল না।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Lionel messi suspended by psg to leave club join saudi arabia club on a lucrative deal