আগামী তিন মাস দেশের জার্সিতে মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন, কনমেবল তাঁর মাঠে নামায় ফতোয়া জারি করল। পাশাপাশি বিতর্তিক মন্তব্য় করায় মেসিকে দিতে হচ্ছে ৫০,০০০ মার্কিন ডলার।
চলতি বছর কোমা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারক ম্য়াচে মেসি চিলির বিরুদ্ধে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। ডিফেন্ডার গ্য়ারি মেডেলের সঙ্গে সংঘর্ষে জড়ানোয় মার্চিং অর্ডার পান তিনি। গত মাসের শেষের দিকেই মেসিকে এক ম্য়াচ নির্বাসিত করেছিল কনমেবল। পাশাপাশি কোপায় ম্য়াচ গড়াপেটার অভিযোগের জন্য় তাঁকে ১৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল।
৩২ বছরের মেসি আর্জেন্তিতার জার্সিতে আগামী সেপ্টেম্বরে চিলি ও মেক্সিকোর বিরুদ্ধে খেলতে পারবেন না। পাশাপাশি অক্টোবরেও জার্মানির বিরুদ্ধে জোড়া ম্য়াচে মাঠে নামতে পারবেন না তিনি। মেসির শাস্তি কমানোর বিরুদ্ধে আর্জেন্তিনার ফুটবল ফেডারেশন কনমেবলের কাছে আবেদন করতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত তাদের পক্ষ থেকে মেসির এই বিতর্কিত বক্তব্য় নিয়ে কোনও মন্তব্য় শোনা যায়নি।
আরও পড়ুন: দেশের জার্সিতে নির্বাসিত লিওনেল মেসি
কোপার আয়োজক দেশ ব্রাজিলের কাছে শেষ চারের লড়াইতে হারতে হয় আর্জেন্তিনাকে। এরপরেই কনমেবলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলএম টেন। সংগঠনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন আর্জেন্তিনার রাজপুত্র। এমনকী গড়াপেটার কথাও বলেছিলেন বার্সেলোনার পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বের অন্য়তম শ্রেষ্ঠ ফুটবলার। মেসি আরও বলেছিলেন যে, ব্রাজিলই কোপা চ্যাম্পিয়ন হবে, এটা পূর্ব নির্ধারিত ছিল। কনমেবল জানিয়েছে মেসির মন্তব্য় “গ্রহণযোগ্য় নয়”।
দেশের জার্সিতে তিন মাস নির্বাসিত লিওনেল মেসি
আগামী তিন মাস দেশের জার্সিতে মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন, কনমেবল তাঁর মাঠে নামায় ফতোয়া জারি করল। পাশাপাশি বিতর্তিক মন্তব্য় করায় মেসিকে দিতে হচ্ছে ৫০,০০০ মার্কিন ডলার।
Follow Us
আগামী তিন মাস দেশের জার্সিতে মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন, কনমেবল তাঁর মাঠে নামায় ফতোয়া জারি করল। পাশাপাশি বিতর্তিক মন্তব্য় করায় মেসিকে দিতে হচ্ছে ৫০,০০০ মার্কিন ডলার।
চলতি বছর কোমা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারক ম্য়াচে মেসি চিলির বিরুদ্ধে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। ডিফেন্ডার গ্য়ারি মেডেলের সঙ্গে সংঘর্ষে জড়ানোয় মার্চিং অর্ডার পান তিনি। গত মাসের শেষের দিকেই মেসিকে এক ম্য়াচ নির্বাসিত করেছিল কনমেবল। পাশাপাশি কোপায় ম্য়াচ গড়াপেটার অভিযোগের জন্য় তাঁকে ১৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল।
৩২ বছরের মেসি আর্জেন্তিতার জার্সিতে আগামী সেপ্টেম্বরে চিলি ও মেক্সিকোর বিরুদ্ধে খেলতে পারবেন না। পাশাপাশি অক্টোবরেও জার্মানির বিরুদ্ধে জোড়া ম্য়াচে মাঠে নামতে পারবেন না তিনি। মেসির শাস্তি কমানোর বিরুদ্ধে আর্জেন্তিনার ফুটবল ফেডারেশন কনমেবলের কাছে আবেদন করতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত তাদের পক্ষ থেকে মেসির এই বিতর্কিত বক্তব্য় নিয়ে কোনও মন্তব্য় শোনা যায়নি।
আরও পড়ুন: দেশের জার্সিতে নির্বাসিত লিওনেল মেসি
কোপার আয়োজক দেশ ব্রাজিলের কাছে শেষ চারের লড়াইতে হারতে হয় আর্জেন্তিনাকে। এরপরেই কনমেবলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলএম টেন। সংগঠনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন আর্জেন্তিনার রাজপুত্র। এমনকী গড়াপেটার কথাও বলেছিলেন বার্সেলোনার পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বের অন্য়তম শ্রেষ্ঠ ফুটবলার। মেসি আরও বলেছিলেন যে, ব্রাজিলই কোপা চ্যাম্পিয়ন হবে, এটা পূর্ব নির্ধারিত ছিল। কনমেবল জানিয়েছে মেসির মন্তব্য় “গ্রহণযোগ্য় নয়”।